একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ছাড়াও কঙ্গনার নিরাপত্তায় কম্যান্ডো সহ ১১জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন৷ ঠিক এখানেই বিজেপি সরকারকে খোঁচা দেন তৃণমূলের সাংসদ। প্রসঙ্গত, Y প্লাস হল তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই শ্রেণীর নিরাপত্তায় ১১জনের মতো নিরাপত্তা কর্মী নিযুক্ত থাকে যাদের মধ্যে এক থেকে দুই জন NSG কমান্ডো এবং বাকিরা হয় পুলিশের দক্ষ কর্মী। উল্লেখ্য, এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি এসএ বোবডে এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী ওয়াই প্লাস নিরাপত্তা পান। সেক্ষেত্রে একজন বলিউডের অভিনেত্রী কেন ওয়াই প্লাস সিকিউরিটি পেতে পারেন সেই ব্যপারেই তীব্র সমালোচনা করেন তৃণমূলের সাংসদ। তাঁর মতে, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করে আসলে অর্থের অপচয় করছে কেন্দ্রীয় সরকার৷Why are Bollywood twitterati getting Y+ security when India has a police to population ratio of 138 per lakh & ranks 5th lowest globally among 71 countries?
— Mahua Moitra (@MahuaMoitra) September 7, 2020
No better use of resources, Mister Home Minister?
কঙ্গনাকে Y প্লাস সিকিউরিটি মানে অর্থের অপচয়ঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন একজন বলিউডের তারকা হিসেবে সিআরপিএফ-এর নিরাপত্তা পাবেন কঙ্গনা? এই নিয়েই প্রশ্ন ছোঁড়েন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সামান্য ‘টুইট করে…

আরও পড়ুন