নিউজ

করোনার গ্রাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়েছে, শীর্ষে ডোনাল্ড ট্রাম্পের দেশ

Advertisement
Advertisement

করোনার থাবাতে ত্রস্ত গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।শুধু আক্রান্তই নয়, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৭ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৫১ জন। এদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৫২৯ জন। সব থেকে বেশি আক্রান্ত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। গত একদিনে সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এই প্রথম বিশ্বের কোনো দেশে একদিনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো।

Advertisement
Advertisement

আমেরিকাতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ২ হাজার ৮৭৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৩১৪ জন। আমেরিকার পর আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২৭৩ জন। মারা গেছেন ১৬ হাজার ৮১ জন। আর স্পেনের ঠিক পরেই রয়েছে ইতালি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৫৭৭ জন, মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৪৯ জন।

Advertisement

যারা ফ্রান্স আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৬৯ জন, আর ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ১৭১ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪৭ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৭৪ জন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button