দেশনিউজ

তৃণমূলের বুকে কাঁপন ধরিয়ে ২১-এর বিধানসভায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা ওয়েইসির দল

Advertisement
Advertisement

অরূপ মাহাত: দিন কয়েক আগে বাংলায় এসে এখানকার মুসলিমদের বঞ্চনার প্রতিবাদে মুখ খুলেছিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসি। মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, বাংলার মুসলমানদের মধ্যে বিভাজন ছড়াচ্ছে তৃণমূল। পাল্টা মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রীও। ওয়েইসির মুসলিম উগ্রবাদের খপ্পরে না পড়ার পরামর্শ দিয়েছিলেন বাংলার মুসলমানদের।

Advertisement
Advertisement

ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকে বিজেপির শাখা বলে দাবি করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওরা বিজেপির কাছে টাকা খেয়ে বাংলায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।

Advertisement

এই বাদানুবাদের মধ্যেই তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল ওয়েইসির দল। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের মুখপাত্র আসিফ ওয়াকার সাংবাদিকদের জানান, ‘২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেবে আমাদের দল।

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে আমাদের সমর্থক থাকায় এবারই প্রথম সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই ঘোষণার ফলে ঘুম ছুটেছে শাসকদলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমনিতেই আদিবাসী অধ্যুষিত এলাকায় শাসকদলের জনসমর্থন তলানিতে ঠেকেছে।

তার উপর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সঙ্গে তৃণমূলের ভোট কাটাকাটির সুবিধা তুলে বিজেপি কিছু বিধায়ক বাড়িয়ে নিতে পারলে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরা অধরাই থেকে যাবে শাসকদলের।

Advertisement

Related Articles

Back to top button