বিনোদনভাইরাল & ভিডিও

Sapna Choudhary: টাইট স্যুটে দুর্দান্ত স্টাইলে নাচলেন স্বপ্না চৌধুরী, বৃদ্ধরাও বলছেন “তোমার মত কেউ নেই”

সোশ্যাল মিডিয়ার নজরে স্বপ্না চৌধুরীর নতুন কোন ভিডিও এলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

Advertisement
Advertisement

খোলা স্টেজে সাহসী ডান্স মানেই স্বপ্না চৌধুরী। বিগত এক দশকেরও বেশি সময় ধরে একাই মিডিয়া পাড়ায় আলোড়ন সৃষ্টি করেছেন এই নৃত্য শিল্পী। এক দশক আগে যখন বিনোদন মানেই ছিল বলিউডের হাতেগোনা কয়েকটি সিনেমা, তখন থেকে খোলা স্টেজে সাহসিকতা দেখিয়ে নিজের ফ্যান ফলোয়িং তৈরি করতে শুরু করেছিলেন এই হরিয়ানার নৃত্যশিল্পী। আজ শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্ত রয়েছে স্বপ্না চৌধুরীর।

Advertisement
Advertisement

অথচ ছোটবেলায় স্বপ্ন দেখতেন নিজের ক্যারিয়ার শুরু করবেন একজন পুলিশ অফিসার হিসেবে। তবে আর্থিক অনটনের কারণে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় স্বপ্না চৌধুরীর। এরপর জীবনে চলতে থাকে কঠিন সংঘর্ষ। প্রথমে খোলা স্টেজে শর্ট ড্রেজে সাহসী পারফরম্যান্স করলেও পরিস্থিতির কারণে সেখানেও পরিবর্তন আনতে হয় এই নৃত্যশিল্পীকে। এরপর থেকে শুধুমাত্র টাইট স্যুটে কিংবা সালোয়ার পরে পারফরম্যান্স শুরু করেন স্বপ্না চৌধুরী।

Advertisement

বর্তমানে এই হরিয়ানভি নৃত্যশিল্পীর সাহসিকতার পরিচয় আলাদা ভাবে বলে দিতে হয় না। সোশ্যাল মিডিয়ার নজরে স্বপ্না চৌধুরীর নতুন কোন ভিডিও এলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। চোখের পলকে অর্জন করে নেয় কোটি কোটি ভিউস। নিজের সাহসিকতার কারণে স্বর্ণকেশী স্বপ্ন চৌধুরী ইতিমধ্যে কোটি কোটি যুবকের ঘুম কেড়ে নিয়েছেন।

Advertisement
Advertisement

বর্তমানে এই নৃত্য শিল্পীর একটি পুরনো গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। যেখানে তাকে সবুজ রঙের টাইট স্যুটে সাহসিকতার চরম সীমা অতিক্রম করতে দেখা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, টাইট স্যুটের ফাঁক দিয়ে শরীরের প্রত্যেকটি খাঁজ দেখিয়েছেন স্বপ্না চৌধুরী। যা যৌবন ফিরিয়ে দিতে মহা ঔষধের ন্যায় কাজ করছে বৃদ্ধদের জন্যেও। দেখুন স্বপ্না চৌধুরীর চরম সাহসিকতা-

Related Articles

Back to top button