নিউজরাজ্য

রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগান

Advertisement
Advertisement

সমালোচনা, কটাক্ষ এবং আক্রমণ এই সমস্ত কিছু মিলিয়ে বহুদিন ধরে রাজভবন ও নবান্ন সংঘর্ষ চলে আসছিল। এবারে কালো পতাকা দেখানো হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। আজ, বুধবার মুর্শিদাবাদের এক কলেজের উদ্বোধন করতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের শিকার হোন তিনি।

Advertisement
Advertisement

এক সপ্তাহের মধ্যে দুবার মুর্শিদাবাদ সফরে গেলেন রাজ্যপাল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে তিনি আজ মুর্শিদাবাদের ডোমকল গার্লস কলেজের ভবন উদ্বোধনে যান। রাজ্যপালের কনভয় পৌঁছানোর আগেই ডোমকল হাসপাতালের কাছে রাস্তার দুধারে প্রায় কয়েকশো লোক দাঁড়িয়েছিল।

Advertisement

রাজ্যপালের কনভয় দেখা মাত্র তারা কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ দ্রুত রাস্তা ফাঁকা করে কনভয়টিকে পার করিয়ে দেয়। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে বিক্ষোভকারীরা ছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তবে তৃণমূল দাবি করে বলেন এই বিক্ষোভ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ।

Advertisement
Advertisement

আজ মুর্শিদাবাদ সফরের জন্য রাজ্যপাল হেলিকপ্টার চাইলে নবান্ন থেকে হেলিকপ্টার দেওয়া হবে না বলে জানানো হয়।হেলিকপ্টার না পাওয়ায় এবং দীর্ঘ পথ সড়কে যাওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেননি রাজ্যপাল। তিনি এদিন এক সাক্ষাৎকারে বলেন, “রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাইলে অনেকে অনেক কথা বলেন। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ব্যবহার করুন এবং সুবিধা উপভোগ করুন। আমি এখানে আসার সৌভাগ্য পেয়েছি এটাই যথেষ্ট।”

আগামী ২৬ শে নভেম্বর রাজভবনে পালন করা হবে সংবিধান দিবস। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আজ নদিয়ার সার্কিট হাউসে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে আশাপ্রকাশ করেন। তিনি এবিষয়ে বলেন, “যেহেতু রাজভবনে অনুষ্ঠান হচ্ছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে এবং রাজ্যপালের ডাকে তিনি আসবেন বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রীকে এক মাস আগে নিমন্ত্রণ করা হয়েছে তবে উনার তরফ থেকে কোনও চিঠি এখনও আমার কাছে আসে নি।”

Advertisement

Related Articles

Back to top button