ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Honor 200 Lite 5G লঞ্চ হল মার্কেটে, দেখে নিন সমস্ত স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে আপনারা এমন কিছু ফিচার পাবেন যা আপনারা এত সস্তায় অন্য ফোনে পাবেন না

Advertisement
Advertisement

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Honor সম্প্রতি তাদের নতুন সিরিজের নতুন মডেল ভারতের বাজারে লঞ্চ করে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই নতুন স্মার্টফোনের নাম দেওয়া হবে Honor 200 Lite 5G । দেওয়া হচ্ছে মিডিয়াটেক কোম্পানির ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর সাথেই আপনারা পেয়ে যাবেন ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এবং ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং সস্তায় আরো অনেক ফিচার। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৩২৯.৯০ ইউরো। অর্থাৎ সবদিক থেকে দেখতে গেলে অনেকটাই সস্তা হতে চলেছে অনার কোম্পানির এই নতুন স্মার্টফোন। স্মার্টফোনটি বর্তমানে ফ্রান্সে লঞ্চ করা হয়েছে। আপনারা তিনটি কালার অপশন এই মুহূর্তে পাচ্ছেন এই স্মার্টফোনের সাথে। আপনারা পাচ্ছেন স্টারি ব্লু, সায়ান লেক, ও মিডনাইট ব্ল্যাক রঙের অপশন।

Advertisement
Advertisement

স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে এই স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন ২৪১২×১০৮০ পিক্সেল। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন রেইনল্যান্ড সার্টিফিকেসন, যার কারণে আপনার চোখে কোনরকম খারাপ প্রভাব পড়বে না। এই স্মার্ট ফোনে আপনারা ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর পেয়ে যাবেন এবং তার সাথেই পাবেন ৮ জিবি র‍্যম। এই স্মার্টফোনে ২৫৬ জিবি ইন্টারনেস টোরেজ থাকছে এবং তার সাথেই অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর ম্যাজিক ওএস ৮.০ থাকছে। এছাড়াও এই স্মার্টফোনে কিছু এআই নির্ভর ফিচার থাকছে, যার মধ্যে রয়েছে ম্যাজিক পোর্টাল এবং ম্যাজিক ক্যাপসুল।

Advertisement

অন্যান্য ফিচার এর ব্যাপারে বলতে গেলে এখানে আপনারা পারছেন ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে পেয়ে যাবেন 2D ফেসিয়াল রেকগনিশন সিস্টেম। স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তার সাথেই রয়েছে ৫ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই স্মার্টফোনে রয়েছে ১০৮০পি ভিডিও রেকর্ড করার ক্ষমতা। ক্যামেরা ফিচার এর মধ্যে রয়েছে পোট্রেট, নাইট মোড, স্লো মোশন, প্যানরামা, টাইম ল্যাপস এবং সুপার ম্যাক্রো। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৪৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারি, এবং থাকবে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং। অর্থাৎ সবমিলিয়ে এই স্মার্টফোন হতে চলেছে একেবারে স্বয়ংসম্পূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button