এপ্রিল মাস জুড়ে রেকর্ড তাপপ্রবাহ দেখেছে বাংলা। মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক কমলেও বৃষ্টি করতেই ফের চড়তে শুরু করেছে পারদ। তবে বেশিদিন আর গরমের দাপট সহ্য করতে হবে না রাজ্যবাসীকে। সময়ের আগেই আসছে বর্ষা (Monsoon), এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবারই আন্দামান নিকোবরে প্রবেশ করবে মৌসুমী বায়ু।
১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।
এ রাজ্যের ক্ষেত্রে প্রথমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ৭ জুন প্রথমে জলপাইগুড়িতে প্রবেশ করার কথা রয়েছে মৌসুমী বায়ুর। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকে যায়। আবহাওয়া দফতরের হিসেবে কলকাতায় বর্ষা প্রবেশ করার নির্ধারিত দিন ১১ জুন। তবে অনেক বছর উত্তর এবং দক্ষিণবঙ্গে একসঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বছর আন্দামানে বর্ষা প্রবেশের দিন জানালেও ভারতে কবে বর্ষা আসবে তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি হাওয়া অফিসের তরফে।
সাধারণত হাওয়া অফিসের তরফে যে পূর্বাভাস দেওয়া হয় তার তিন চার দিন আগে পরে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলে সেটাকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের নির্ধারিত দিন ১ জুন। গত বছরের তুলনায় এ বছর তিন দিন আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে চলেছে। তবে গত বছর কেরলে বর্ষা প্রবেশ করেছিল ৭ দিন বাদে। কলকাতায় বর্ষা এসেছিল ৯ দিন বাদে।