Today Trending Newsদেশনিউজ

দুদিনে খরচ ১০০ কোটি টাকা, ভারত সফরে আসছেন ট্রাম্প

Advertisement
Advertisement

ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, তার আগমনের সুবাদে গুজরাটে হাত খুলে খরচ করা হচ্ছে,সাজানো হচ্ছে রাস্তাঘাট। মাত্র দু’দিনের ভারত সফরে আসছেন তিনি। আহমেদাবাদে যাবেন তিনঘণ্টার জন্য। অতিথি আপ্যায়ন ত্রুটিহীন করতে সমস্ত দিকেই নজর দেওয়া হচ্ছে, আর সেইসব খাতে মোট খরচের পরিমান প্রায় ১০০ কোটি টাকা। ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানানোর জন্যে বহু কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলা হচ্ছে আহমেদাবাদ শহরকে, আর এই শহরকে সাজাতে মনখুলে খরচ করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Advertisement
Advertisement

শহরকে চকচকে করার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। নতুন করে তৈরি হচ্ছে রাস্তা করে তাতে রঙের নতুন প্রলেপ দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। মার্কিন প্রসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে। তবে কয়েকঘন্টার জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচের কথা শুনে অনেকেই বিস্মিত। কার্যত নতুন করে তৈরি হচ্ছে আহমেদাবাদের রাস্তা, পড়ছে রঙের নতুন প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। পাশাপাশি ট্রাম্প ও মোদির মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে। আর এই সবের জন্য খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন : দিল্লির পরাজয় থেকে শিক্ষা নিয়ে বাংলা ও বিহারে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি

Advertisement
Advertisement

স্টেডিয়ামে প্রায় ১লাখ অতিথিদের আগমনে তাদের পরিবহন ও মনোরঞ্জনের জন্য প্রায় দশকোটি বরাদ্দ করা হয়েছে। রাস্তার ডিভাইডারে বসানো হচ্ছে পাম গাছ। এমনকী যে রাস্তায় মোদি-ট্রাম্পের রোড শো চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজনে খরচ বরাদ্দ হচ্ছে প্রায় ৪ কোটি। যে পথে বিমানবন্দর থেকে মার্কিন প্রসিডেন্ট সবরমতী আশ্রমে আসবেন সেই রাস্তা পুনর্নির্মাণে খরচ বরাদ্দ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খাতে খরচ প্রায় ১২-১৫ কোটি টাকা।স্টেডিয়াম যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফে দেওয়া হচ্ছে ৬ কোটি টাকা ও রাস্তা মেরামতির কাজে ২০ কোটি টাকা দেবে আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি।

Advertisement

Related Articles

Back to top button