নিউজদেশ

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাওয়া যাবে ৭৪ লাখ টাকা, এইভাবে আবেদন করুন

বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন এই স্কিমে

Advertisement
Advertisement

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এরজন্য প্রত্যেক বাবা মাকেও তাঁদের কন্যা সন্তানের জন্য আগে থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েটির ভবিষৎ সুনিশ্চিত হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক প্রকল্পের কথা জানাবো, যাতে কম বিনিয়োগ করে কয়েক বছর বাদে অনেকটা রিটার্ন পেতে পারেন।

Advertisement
Advertisement

আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এক প্রকল্প চালায়। এটি একটি দীর্ঘ মেয়াদী স্কিম। এতে আপনি বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘ মেয়াদে ৩ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে করার পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। আগে এতে ৭.৬% হারে সুদ পাওয়া যেত। এটি অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারে আপনার জন্য।

Advertisement

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি প্রতি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন। একটি পরিবারের সর্বোচ্চ দুজন মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। যদি যমজ কন্যার জন্ম হয়, তাহলে তাঁরা ছাড়া আরও এক কন্যা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। পিতামাতার আধার কার্ড, কন্যার জন্ম শংসাপত্র, পিতামাতার প্যান কার্ড, আয়ের শংসাপত্র এবং বসবাসের শংসাপত্র, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে এই স্কিমে আবেদন করার জন্য।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button