নিউজ

Election: ভোট কর্মীদের জন্য বরাদ্দ খাবারের দাম কত, জারি হল বড় বিজ্ঞপ্তি

Advertisement
Advertisement

এপ্রিল মাস থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। মে মাসের প্রায় গোটাটা জুড়েই দফায় দফায় হবে ভোটগ্রহণ। বুধবার, ৭ মে রয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলার দুটি আসনে রয়েছে ভোট। এই আসন গুলিতে যে সরকারি কর্মচারীরা ভোট পরিচালনা করতে চলেছেন তাদের সুবিধার জন্য এবার বড় ঘোষণা করল মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর থেকে।

Advertisement
Advertisement

মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ভোট পরিচালনাকারী সরকারি কর্মীদের জন্য ভোটের আগের দিন এবং ভোটের দিন বরাদ্দ খাবারের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভোট কর্মীদের জন্য বরাদ্দ একাধিক খাবারের নাম এবং প্রযোজ্য দামও উল্লেখ করে দেওয়া হয়েছে। ভোটের আগের দিন এবং ভোটের দিন এই খাবারগুলি পাবেন ভোটকর্মীরা। তালিকায় কী কী খাবার এবং দাম উল্লেখ রয়েছে জেনে নিন।

Advertisement

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে দর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট কর্মীদের জন্য সকালের জলখাবারে থাকছে ৬ টি বিকল্প। চার পিস ব্রেডের জন্য জ্যাম বা মাখনের দাম ৩০ টাকা। চার পিস পুরি আর সবজির দাম ৩০ টাকা। চার পিস পকোড়া, চানাচুর, শসা দিয়ে মাখা মুড়ির দাম ৩০ টাকা। সেদ্ধ ডিম এক পিস ১০ টাকা আর ডিম ভাজা এক পিস ১৫ টাকা। ১০০ গ্রাম দই চিঁড়ের দাম ৩০ টাকা।

Advertisement
Advertisement

লাঞ্চে নিরামিষ থালি ৬০ টাকা, ডিম ভাত থালির দাম ৭৫ টাকা। মাছ ভাতের থালির দাম ৮০ টাকা। রাতের খাবারে রুটি প্রতি পিস ৫ টাকা, সবজির প্লেট ৩০ টাকা, দু পিস ডিমের ঝোল ৩০ টাকা। লাল চা প্রতি কাপ ৫ টাকা, দুধ চা ৭ টাকা, কফি প্রতি কাপ ১২ টাকা, দই ১৫ টাকা, বিস্কুট প্রতি পিস ৩ টাকা। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী পোলিং স্টেশনগুলিতে ভোট কর্মীদের রান্নার দায়িত্বে থাকবে।

Advertisement

Related Articles

Back to top button