টেক বার্তা

DSLR বা iphone এর ক্যামেরাকে ফেল করবে Redmi এর এই নতুন প্রিমিয়াম স্মার্টফোন, ব্যাটারি চলবে দিনভর

২০২৪ সালে মার্কেটে আসবে Redmi Note 13 Pro Max 5G

×
Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Redmi। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi কোম্পানির একটি মোবাইল এখন ব্যাপক পছন্দ হচ্ছে।

Advertisements
Advertisement

কিছুদিন আগেই Redmi মার্কেটে এনেছে Redmi Note 13 Pro Max 5G। এই ফোনে অত্যাধুনিক সব ফিচার ও ব্যাপক পারফরম্যান্স চিপসেট রয়েছে। এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ১২০hz রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৭। ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 8+ Gen 2 5G প্রসেসর অফার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

Advertisements

ক্যামেরার কথা বলতে গেলে Redmi Note 13 Pro Max 5G ফোনে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। এতে ২০০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা ও সেইসাথে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ১২ মেগাপিক্সেলের ডেপথ ফোকাস লেন্স আছে। সেলফির জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া এই ফোনে ৬৯০০mah এর ব্যাটারি আছে যা ১৩০w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অফিসিয়াল ঘোষণা না হলেও মনে করা হচ্ছে এই ফোনের দাম ৩০,০০০ টাকার কাছাকাছি হবে। এই ফোনটি ২০২৪ সালের মধ্যে বাজারে আসবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button