ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডবল মুনাফা করে হিট হবে ব্যবসা, প্রতি দিন আয় করুন ২৫ হাজার টাকা

×
Advertisement

ব্যবসা করার বিভিন্ন সুযোগ রয়েছে। আপনার আশেপাশের বাজারের চাহিদা এবং একটু বুদ্ধি খরচ করলে সহজে দাঁড় করাতে পারবেন ব্যবসা। দেখতে দেখতে বাড়বে আপনার বিজনেস, মুনাফা হবে ডবল। এক দিনে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব। এই ব্যবসায় ক্ষতির পরিমাণ কম। একসঙ্গে তিনজনের বিজনেস করাও সম্ভব।

Advertisements
Advertisement

আজ আমরা এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেখানে দ্বিগুণ আয় করা সম্ভব। এবং একটা সেট আপ থেকে তিন রকমের বিজনেস করা যাবে। নিশ্চয়ই ভাবছেন যে কী এমন ব্যবসা যেখান থেকে পাওয়া যাবে এতো সুযোগ সুবিধা? এই প্রতিবেদনে আমরা বলছি ইঞ্জিন কুল্যান্ট বিজনেসের কথা। মূলত বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য তরল একটি পদার্থ ব্যবহার করা হয়, যাকে বলা হয় কুল্যান্ট। কুল্যান্ট তৈরির বিজনেসের জন্য আপনার দরকার পড়বে তিন রকমের মেশিন।

Advertisements

Best business idea 2023

Advertisements
Advertisement

একটি মেশিনের সাহায্যে যে কোনো জলকে RO ওয়াটারে পরিণত করা যায়। এরপর অন্য একটি মেশিনের সাহায্যে RO জলকে ডিস্টিল্ট ওয়াটারে পরিণত করা হয়। শেষ ধাপে ডিস্টিল্ট জলে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় বাইকের ইঞ্জিন ব্যবহৃত কুল্যান্ট। কেউ চাইলে এখান থেকে শুধু RO জলের ব্যবসা, মানে বড় বড় ড্রামে যে জল বিক্রি হয় সেই জলের ব্যবসা করতে পারেন। ডিস্টিল্ট ওয়াটারের আলাদা ব্যবসা করতে পারেন, যেগুলো বোতলে ভরে দোকানে বিক্রি করা হয়। এছাড়াও হোলসেলারের মাধ্যমেও ব্যবসা করতে পারবেন।

তবে সবথেকে লাভজনক হল কুল্যান্ট তৈরির ব্যবসা। কুল্যান্ট তৈরি করতে ২৫ টাকা খরচ হলে সেটা বিক্রি করতে পারবেন অন্তত ৫০ টাকায়। মানে দ্বিগুণ প্রফিট। একটি মেশিন সেট আপ প্রতি দিন ২ হাজার লিটার প্রোডাকশন তৈরি করতে পারে । হাজার দিয়ে ২৫ গুণ করলে সহজেই বের করে নিতে পারবেন আপনার দৈনিক আয়ের হিসাব।

Related Articles

Back to top button