দেশনিউজ

টিপু সুলতানের নাম সরিয়ে দেওয়া হোক ইতিহাসের বই থেকে, দাবি কর্ণাটকের বিজেপি বিধায়ক আপাচু রঞ্জনের

Advertisement
Advertisement

টিপু সুলতানকে নিয়ে কর্ণাটকে বিতর্কের শেষ নেই। এবার সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়লো। কর্ণাটকের মাদিকেরির বিজেপি বিধায়ক আপাচু রঞ্জন কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে টিপু সুলতানকে কর্ণাটকের ইতিহাস বই থেকে সরানোর দাবি তুলেছেন। আপাচু রঞ্জন ওই চিঠিতে লিখেছেন যে, ‘টিপু সুলতানকে ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ইতিহাস ভুল তথ্যে লেখা উচিত নয়।’

Advertisement
Advertisement

তিনি তার চিঠিতে আরও লিখেছেন, ‘টিপু সুলতান কোডাগু, ম্যাঙ্গালোর পর্যন্ত তার সীমানা বিস্তৃত করেছিল। কিন্তু টিপু এখানে এসেছিল কেবলমাত্র মানুষকে ধর্মান্তরিত করে তার সাম্রাজ্যের প্রসারের জন্য।’ তাঁর আরও অভিযোগ, টিপুর কন্নড় ভাষার প্রতি কোনো শ্রদ্ধা ছিলনা, তার প্রশাসনিক ভাষা ছিল পার্সিয়ান। আপাচু রঞ্জন তাঁর চিঠিতে আরও লিখেছেন, টিপু মাদিকেরির নাম পরিবর্তন করে রেখেছিলেন জাফরাবাদ, ম্যাঙ্গালোরের নাম পরিবর্তন রেখেছিলেন জালালাবাদ। টিপু অনেক মন্দির ও গীর্জা লুঠ করেছিলেন। কোডাগুতে তিনি ৩০ হাজার মানুষকে ধর্মান্তরিত করেছিল।’

Advertisement

যদিও আপাচু রঞ্জনের এই চিঠির এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো মহল থেকেই। এর আগেও টিপু সুলতানের জন্মদিন পালন করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল কর্ণাটকে। তিনি কাল তার চিঠি শিক্ষামন্ত্রীকে জমা দেবেন বলে জানিয়েছেন আপাচু রঞ্জন।

Advertisement
Advertisement

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Advertisement

Related Articles

Back to top button