Warning: exif_imagetype(https://www.bharatbarta.com/wp-content/uploads/2022/12/1.2-2.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/admin/domains/bharatbarta.com/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://www.bharatbarta.com/wp-content/uploads/2022/12/1.2-2.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/admin/domains/bharatbarta.com/public_html/wp-includes/functions.php on line 3352

Warning: exif_imagetype(https://www.bharatbarta.com/wp-content/uploads/2022/12/1.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/admin/domains/bharatbarta.com/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://www.bharatbarta.com/wp-content/uploads/2022/12/1.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/admin/domains/bharatbarta.com/public_html/wp-includes/functions.php on line 3352
বলিউডবিনোদন

Sophie Choudry: মনোকিনি লুকে সুইমিং পুলের পারদ চড়ালেন সোফি চৌধুরী, স্টাইল দেখে মুগ্ধ সকলে

Advertisement

সোফিয়া চৌধুরী বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত। আমেরিকান পপ গায়িকা হওয়ার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত তিনি। অনেক ছোট বয়স থেকেই গান করছেন সোফিয়া। তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। প্রায়ই সোশ্যাল মিডিয়াতে নেটজনতার একাংশের মাঝে নিজের বোল্ড, হট লুকের সূত্র ধরে চর্চার আলোয় থাকেন। এই মুহূর্তে আবারো সেই সূত্রেই পারদ চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার।

সম্প্রতি সোফিয়া নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের একটি মনোকিনি লুক শেয়ার করে নিয়েছেন। ছবি শেয়ার হওয়া মাত্রই চর্চিত হচ্ছেন তিনি। ছবিতে মব কালারের মনোকিনিতে সুইমিং পুলের নীল জলে সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, ভিজে শরীরে, বিনা মেকাপ লুকে ছিলেন তিনি। নিজের এই মনোকিনি লুক পুরো করার জন্য গলায় একটি নেকলেসও পরেছিলেন তিনি। ছবিতে নিজের বক্ষভাঁজ ক্যামেরার সামনে ফ্লন্ট করতে দেখা গিয়েছে সোফিয়াকে। নিঃসন্দেহে বলা চলে তার এই বোল্ড লুকে চোখ ধাঁদিয়ে গিয়েছে তার ভক্তদের।

এই মুহূর্তে সোফিয়া নিজের এই লুককে কেন্দ্র করেই গোটা সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা বাড়িয়েছেন। ঝড় তুলেছেন নেটিজেনদের মনেও। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার সোফিয়া চৌধুরী মনোকিনি লুকে দেখা দিয়েছেন নেটদুনিয়ায়। অন ক্যামেরা হোক কিংবা অফ ক্যামেরা সর্বদাই সোফিয়ার মুখে চোখে থাকে বোল্ডনেসের ছাপ। তার চোখের চাহনিতে থাকে আবেদনের ছোঁয়াও, যা নিমেষের মধ্যে ঘায়েল করে তার অগণিত ভক্তদের। বলাই বাহুল্য, পপ গায়িকা সোফিয়ার মনোকিনি লুকে এই মুহূর্তে মজে রয়েছেন নেটমহলের একাংশ

Related Articles

Back to top button