নিউজকলকাতা

শুরু হচ্ছে জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল, জানুন কোন স্টেশনে কত ভাড়া?

চলতি ডিসেম্বর মাসে যাত্রী পরিষেবা শুরু হবে এই লাইনে

Advertisement
Advertisement

দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে এবার। সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে জোকা থেকে বিবাদীবাগ মেট্রোর জোকা থেকে তারাতলা অংশটি। ইতিমধ্যেই প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলে জানা যাচ্ছে ভারতীয় রেল সুত্রে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি ডিসেম্বর মাসে যাত্রী পরিষেবা পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে এই লাইনে। ফলে এই এলাকার যাত্রীদের বিরাট সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গেই সামনে এসেছে এই মেট্রোর ভাড়ার বিষয়ে কিছু তথ্য।

Advertisement
Advertisement

জানা গিয়েছে জোকা থেকে মেট্রো প্রথমে ঠাকুরপুকুর শখেরবাজার বেহালা চৌরাস্তা বেহালা বাজার হয়ে তারপর তারাতলা পৌঁছাবে। জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুকুর পর্যন্ত মেট্রোর ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে আপনার খরচ হবে ১০ টাকা।। তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে কুড়ি টাকা। তবে কুড়ি টাকার বেশি আপাতত এই লাইনে ভাড়া থাকবে না।

Advertisement

সর্বনিম্ন ৫ টাকা মেট্রো ভাড়া হওয়ার কারণে যাত্রীরা অনেকেই সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে এই লাইনের বাকি অংশের কাজ জোর কদমে শুরু হয়েছে। খুব শীঘ্রই বাকি অংশের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে রেল সূত্র মারফত।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button