খেলাক্রিকেট

IPL 2023 Rules: আইপিএলে নতুন নিয়ম, “ইম্প্যাক্ট ক্রিকেটার”-সিস্টেম চালু করতে চলেছে বিসিসিআই

২০০৮ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় লিগ তথা আইপিএল নানা বিবর্তনের মধ্য দিয়ে আজ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি প্রিমিয়ার লিগের মধ্যে অন্যতম।

Advertisement
Advertisement

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ যে কতটুকু তার সাথে ইতিমধ্যেই পরিচয় ঘটেছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগ যে বিসিসিআইয়ের সবচেয়ে বড় উদ্ভাবন, সে কথা অস্বীকার করার জের নেই। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগে সৃষ্টি হওয়া একাধিক নিয়ম ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও লাগু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। এবার আরও একটি নতুন নিয়মের সাথে বিশ্ববাসীর পরিচয় করিয়ে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
Advertisement

২০০৮ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় লিগ তথা আইপিএল নানা বিবর্তনের মধ্য দিয়ে আজ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি প্রিমিয়ার লিগের মধ্যে অন্যতম। এই টি-টোয়েন্টি লিগটি ইনিংসের মধ্যে ২:৩০ মিনিটের ব্রেকটাইম কিংবা ক্যাচ দিয়ে আউট হওয়া প্লেয়ারদের বদলে নতুন প্লেয়ার উইকেটে এসে স্ট্রাইক নেওয়ার মত নিয়মগুলি প্রথমে ব্যবহার করেছে। যার সুফল লক্ষ্য করে আন্তর্জাতিক ক্রিকেটেও একই নিয়ম চালু করা হয়েছে।

Advertisement

Advertisement
Advertisement

এবার বিবর্তনের সেই নিয়ম মেনে আরও একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক জানানো হয়েছে যে, নতুন এই নিয়মটি ‘ইম্প্যাক্ট ক্রিকেটার’ হিসেবে পরিচিতি লাভ করবে। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, একজন ক্রিকেটারের বদলি হিসেবে যখন অন্য কোন ক্রিকেটার মাঠে প্রবেশ করে তখন সে শুধুমাত্র ফিল্ডিং করতে পারে। তবে এবার সেই নিয়মে কিছুটা বদলি করা হচ্ছে।

বদলি হিসেবে যে ক্রিকেটার মাঠে প্রবেশ করবেন সেই ক্রিকেটার পুরো ইনিংসে ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন। টস করার পূর্বে অধিনায়ক চারজন ক্রিকেটারের নাম নথিভুক্ত করবেন। ইনিংসের সুবিধামতো স্থানে একজন ক্রিকেটার কে বসিয়ে অন্য আরেকজনকে খেলার সুযোগ করে দিতে পারবেন অধিনায়ক। যাতে খেলার প্রয়োজনীয় সময়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলারকে দল ব্যবহার করতে পারে।

Advertisement

Related Articles

Back to top button