আন্তর্জাতিকনিউজ

করোনা সন্দেহে লালা রসের পরীক্ষা পাক প্রধানমন্ত্রীর, আপাতত সেল্ফ আইশোলেশনে

Advertisement
Advertisement

এক করোনা সংক্রমিত ব্যক্তির সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তারপরেই চিন্তার কালো মেঘ জমা হয় ইসলামাবাদে। এরপরই গত মঙ্গলবার নিজের লালারস পরীক্ষা করতে পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বুধবার রিপোর্ট এসে পৌঁছবে। ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানের নির্দেশে আপাতত সেল্ফ আইশোলেশনেই থাকবেন।

Advertisement
Advertisement

পাকিস্তানের এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধির সঙ্গে গত ১৫ এপ্রিল বৈঠককে বসেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে তাদের দেশের করোনা পরিস্থিতি নিয়েই আলোচনা চলে। তবে তারা উভয়ের কেউই মাস্ক বা গ্লাভস পরিহিত ছিলেন না। পাক মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ইমরান খান ও ফয়জল এধির মধ্যে মিনিট সাতেকে বৈঠক হয়।

Advertisement

বৈঠক শেষে ক্রমেই শারীরিক অবনতি ঘটে পাকিস্তানের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংস্থা এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধির। এরপরই তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আর তারপরেই চিন্তা ক্রমেই বাড়তে থাকে পাক প্রধানমন্ত্রীকে নিয়ে।

Advertisement
Advertisement

তবে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে লালারস পরীক্ষা করতে দিয়েছেন গত মঙ্গলবার। এদিন সেই পরীক্ষার রিপোর্ট আসার কথা বলে জানা গিয়েছে। তবে পাক প্রধানমন্ত্রীর কথায়, অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কম। এদিকে পাকিস্তানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারের কাছাকাছি ও মৃত্যু হয়েছে ১০৯ জনের। তবে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২,১৫৬ জন।

Advertisement

Related Articles

Back to top button