ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নয়া নিয়ম, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে চার্জ

Advertisement
Advertisement

আপনার যদি কোনও পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বা একটি স্বল্প অঙ্কের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট থাকে তবে কয়েকটি পরিষেবা চার্জ দিতে হয় যা আপনার জানা দরকার। নতুন চেক বই পেতে, অ্যাকাউন্ট ট্রান্সফার করতে, অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেওয়ার মতো পরিষেবা পাওয়ার জন্য চার্জ দিতে হয় পোস্ট অফিসে।

Advertisement
Advertisement

কি কি সার্ভিস চার্জ দিতে হয় জেনে নিন:

Advertisement

১. ডুপ্লিকেট পাসবুক ইস্যু করতে – ৫০ টাকা।

Advertisement
Advertisement

২. অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইস্যু করতে অথবা রিসিপ্ট ডিপোজিট করতে – প্রতিক্ষেত্রে ২০ টাকা।

আরও পড়ুন : সমস্ত রেকর্ড ভেঙে জানুয়ারির GST সংগ্রহ ১.১৫ লক্ষ কোটি টাকা

৩. হারিয়ে যাওয়া বা বিকৃত শংসাপত্রের পরিবর্তে পাসবুক প্রদান – প্রতিক্ষেত্রে ১০ টাকা।

৪. নমিনেশন ক্যানসেল করতে বা পরিবর্তন করতে – ৫০ টাকা।

৫. অ্যাকাউন্ট ট্রান্সফার করতে – ১০০ টাকা।

৬. অ্যাকাউন্ট জামিন রাখতে – ১০০ টাকা।

৭. পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের চেক বই প্রদান – এক বছরে ১০ টি পাতার জন্য কোনও ফি নেই কিন্তু ১০ পাতার পর প্রতি পাতার জন্য ২ টাকা।

৮. চেকের ডিসঅনারের জন্য চার্জ – ১০০ টাকা।

উপরে উল্লিখিতগুলি ছাড়াও পোস্ট অফিসে সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম (এসসিএসএস), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষাণ বিকাশ পত্র (কেভিপি), সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই) এগুলোতেও চার্জ দিতে হয়।

Advertisement

Related Articles

Back to top button