নিউজপলিটিক্স

দিলীপ ঘোষকে রাজ্যের দায়িত্ব দেওয়ার থেকে, জন্তু জানোয়ারকে দায়িত্ব দেওয়া ভালো

Advertisement
Advertisement

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায়শই বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত হন। তবু তিনি বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকেন না। সম্প্রতি তিনি এমনই একটি মন্তব্য করেন যে মন্তব্যের কারণে সমালোচিত হতে হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে।

Advertisement
Advertisement

দিলীপ ঘোষ মঙ্গলবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে বলেন নোট বাতিলের সময় লাইনে দাঁড়িয়ে কত লোক মরে গেল অথচ পার্কসার্কাস শাহিনবাগে যারা আছেন তারা কি করে এত ঠান্ডায় বেঁচে আছেন, কেউ কেন মরে যাচ্ছে না কেন। তিনি বলেন শাহিনবাগে কারা টাকা যোগাচ্ছে, ভেতরে কি হচ্ছে তা খুঁজে বের করবে বিজেপি সরকার।

Advertisement

তার এই মন্তব্যের প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন দিলীপ ঘোষ অসভ্য-অর্বাচীন-বর্বর, তাই তিনি এমন মন্তব্য করেছেন।ওনাকে রাজ্যের দায়িত্ব দেওয়ার থেকে জন্তু জানোয়ারকে দায়িত্ব দেওয়া ভালো। জন্তুরা ওনার মতো নিম্ন ভাষায় কথা বলেন না।

Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন রাজনীতি দেশের মানুষের হিতার্থে সেখানে দিলীপ ঘোষ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কিভাবে মানুষের মৃত্যু কামনা করেন। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাকে আক্রমণ করে তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী।তবে অনেকেই মনে করছেন শিক্ষামন্ত্রীর প্রতুত্তর আরেকটু সংযতভাবে দেওয়া উচিত ছিল।

Advertisement

Related Articles

Back to top button