টলিউডবিনোদন

রমজানের শুরুতে পরিবারের সঙ্গে ইফতারে যোগ দিলেন নুসরত জাহান

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: বরাবরই ধর্ম ও গোঁড়া সাম্প্রদায়িক বাঁটোয়ারাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীনভাবে জীবনযাপনে অভ্যস্ত সাহসী অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরত জাহান রুহি জৈন। তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্মের নামে তির্যক মন্তব্যে তিনি হতাশ হন না। সমস্ত ধর্মকেই সমান সম্মান প্রদর্শনে বিশ্বাস রাখেন তিনি। একই কারনে তিনি যেমন দুর্গাপুজোয় যোগদান করেন ঠিক একইভাবে তিনি মেতে ওঠেন ঈদ উৎসবের আনন্দে।

Advertisement
Advertisement

বিয়ের আগে তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। বিয়ের পর পরিবারের সঙ্গে রমজান মাসের শুরুতেই ইফতার ভোজে যোগ দিলেন তিনি। লকডাউনে গৃহবন্দি অভিনেত্রীর বাড়ি থেকে উঠে এল সেই চিত্র। এই বিশেষ মুহূর্তটি ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন নুসরত। আসন্ন ঈদের প্রাক্কালে পরিবারের সঙ্গে ধীরস্থিরভাবে ইফতার সারতে পারছেন লকডাউনের জেরে।

Advertisement

সম্প্রতি একটি টিকটক ভিডিওকে কেন্দ্র তুমুল বিতর্কের শিকার হন তিনি। নেটিজেনদের দাবি, তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মানুষ অন্নাভাবে ভুগছেন এমত অবস্থায় তিনি কীভাবে স্বল্প পোশাক পরে টিকটকে নাচানাচি করছেন সেই নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও নিজ সাধ্যমতো সাহায্যে ব্রতী এই সাংসদ অভিনেত্রী সেখবরও প্রায়শই উঠে আসছে।

Advertisement
Advertisement

ধর্মের ভেদাভেদে করোনা ছড়ায় না কাজেই জাতি,ধর্ম নির্বিশেষে সকলেরই বর্তমানে সতর্ক হওয়া হওয়া উচিৎ এমনটাই তিনি মনে করেন। জন্মগত মুসলিম হলেও দিল্লির নিজামুদ্দিন কান্ডের বিরোধিতায় সবর হন তিনি। অভিনেত্রী জানান, কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা কারনে সকলে দুর্ভোগের শিকার হয়েছেন। নুসরতের পোস্ট করা ছবিগুলি একঝলক দেখে নিন, নীচে সাজানো রইল।

 

View this post on Instagram

 

Iftar Time..!! #ibadat #fasting #familytime #prayfortheworld

A post shared by Nusrat (@nusratchirps) on

Advertisement

Related Articles

Back to top button