টেক বার্তা

অবিশ্বাস্য ফির্চাসের সাথে দুর্দান্ত ডিজাইন, সেরা গেমিং ফোন লঞ্চ করল Nubia

আমরা আপনাদের বলি, Nubia Z60 Ultra স্মার্টফোনটি মূলত গেমারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে।

Advertisement
Advertisement

সম্প্রতি চীনের বাজারে বছরের সেরা গেমিং ফোন লঞ্চ করেছে Nubia। ফোনটির অবিশ্বাস্য ফির্চাস এবং দুর্দান্ত ডিজাইন দেখে ইতিমধ্যে হৃদয় হারাতে শুরু করেছে গেমাররা। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই স্মার্টফোনটি চীনের বাজারে OnePlus 12, Realme GT 5 Pro, iQOO 12 Pro-এর মতো স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করবে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, সম্প্রতি চীনের বাজারে লঞ্চ হওয়া ZTE-কোম্পানির তৃতীয় অ্যান্ড্রয়েড ফোন Nubia Z60 Ultra-র দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisement
Advertisement

প্রথমেই আমরা আপনাদের বলি, Nubia Z60 Ultra স্মার্টফোনটি মূলত গেমারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। যার ফলে দুর্দান্ত এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 3-এর মত শক্তিশালী গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, গেম খেলতে যেন কোন প্রকার অসুবিধা না হয় তার জন্য আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে Nubia Z60 Ultra স্মার্টফোনটিতে। অর্থাৎ আপনি সরাসরি এই স্মার্টফোনের সেলফি ক্যামেরা দেখতে পাবেন না। পাশাপাশি আপনি স্টার কালেক্টর সংস্করণ, গ্যালাক্সি এবং স্টার গ্লোরি রঙ বিকল্প বেছে নিতে পারবেন ফোনটি ক্রয় করার ক্ষেত্রে।

Advertisement

যদি শক্তিশালী এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে Nubia Z60 Ultra-তে একটি 6.8-ইঞ্চি BOE Q9+ OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। পাশাপাশি গেমারদের জন্য 1200Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2160Hz PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং ব্যবহার করা হয়েছে এই ফোনের ডিসপ্লেতে। তাছাড়া, 80W ফাস্ট চার্জিং সমর্থন সহ 6,000mAh সিলিকন কার্বন অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

Advertisement
Advertisement

যদি Nubia Z60 Ultra স্মার্টফোনের দামের কথা বলি, সেক্ষেত্রে পাঁচটি বিকল্পে ক্রয় করতে পারবেন এই ফোনটি। ভারতীয় টাকায় 12GB RAM + 256GB স্টোরেজ স্মার্ট ফোন ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে ৪৯,৯০৫ টাকা। যেখানে 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে ৫৪,৮৯৬ টাকা খরচ করতে হবে। এছাড়া 16GB RAM + 1TB স্টোরেজ এবং 16GB RAM + 025BT স্টোরেজের ফোন করতে হলে আপনাকে যতক্রমে ৬১,৫৯০ এবং ৬৯,৮৬৮ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button