বিনোদন

নীতা আম্বানি এই ক্রিকেটারকে নিজের ছেলে বানানোর জন্য উদগ্রীব হয়ে পড়েছেন, জেনে নিন বিস্তারিত

মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এক স্পিনার হলেন কুমার কার্তিকেয়

Advertisement
Advertisement

ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েকদশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। যত দিন যাচ্ছে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েই যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁর বিলাসবহুল জীবনযাপনে রয়েছে রাজকীয়তার ছাপ। তিনি স্বপ্ননগরী মুম্বাইতে বিশাল প্রাসাদ “অ্যান্টিলিয়া” তে থাকেন যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। তাঁর বাড়ি একটি সেভেন স্টার হোটেলের সমান। সবসময় ইন্টারনেটের দুনিয়াতে মুকেশ আম্বানির জীবনযাত্রা নিয়ে আলোচনা হয়েই থাকে।

Advertisement
Advertisement

বিলাসবহুল জীবনবাসনের পাশাপাশি মুকেশ আম্বানির যে একটি আইপিএল টিম আছে, তা সকলেই জানেন। আম্বানির স্ত্রী নীতা আম্বানির ব্যবস্থাপনায় এবং পরিচালনায় চলছে আইপিএল টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দুঃখের বিষয় এই টিম চলতি বছরে খুব একটা ভালো পারফর্ম করছে না। তবে আপনি শুনলে অবাক হবেন যে নীতা আম্বানি একটি ক্রিকেটারকে এখন নিজের ছেলে বানাতে চাইছেন। তিনি এমন কথাও বলেছেন যে সে সবসময় এমন একটি এমন ছেলেই চান।

Advertisement

জানেন কি, কে এই ক্রিকেটার? নীতা আম্বানি যাকে নিজের ছেলে বানিয়েছেন, তিনি আর কেউ নন। সে হলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর একজন খেলোয়াড়। নাম কুমার কার্তিকেয়। নীতা আম্বানি যেকোনো মূল্যে কুমারকে নিজের ছেলে বানাতে চেয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই সেই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

Advertisement
Advertisement

মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এক স্পিনার হলেন কুমার কার্তিকেয়। এই ক্রিকেটার আইপিএলে আসার আগে ৯ বছর অপেক্ষা করেছিলেন। এই সময় তিনি একবারও পরিবারের সাথে দেখা করেননি। ক্রিকেটারের এমন কীর্তি মন জয় করে নিয়েছে নীতা আম্বানির। তাই তিনি ফোন করে কার্তিকেয়র সাথে কথা বলেন। তিনি ওই ক্রিকেটারের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি তখনই বলেন যে সারাজীবন তিনি এমন একটি পরিশ্রমী সন্তান চান। আর সেই থেকেই নেটিজেনরা আলোচনা শুরু করেছেন যে নীতা আম্বানি কুমার কার্তিকেয়কে ছেলে হিসাবে দেখতে চান।

Advertisement

Related Articles

Back to top button