নিউজদেশ

Pension: ঢেলে সাজানো হচ্ছে পেনশন প্রক্রিয়াকে, নতুন চালু হওয়া পোর্টালে মিলবে দারুণ সুবিধা

Advertisement
Advertisement

ভোটের আবহেই বড় সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগী কর্মচারীরা (Central Government Pensioners)। পেনশনভোগী কর্মচারীদের জন্য চালু করা হল একটি নতুন পোর্টাল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই নতুন পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। ইন্ট্রিগ্রেটেড পেনশনার পোর্টাল নামে এই অনলাইন পোর্টালটি পাঁচটি ব্যাঙ্কের পেনশন প্রক্রিয়া এবং পেমেন্ট পরিষেবাকে নিয়ে আসছে এক জায়গায়।

Advertisement
Advertisement

সবকিছু যখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তখন পেনশন পরিষেবাকেও ডিজিটাল করতে এবং পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলতেই এই পোর্টালটি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে ডেভলপমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস ওয়ালফেয়ারের তরফে। কী কী সুবিধা পাওয়া যাবে এই পোর্টালে?

Advertisement

জানা যাচ্ছে, পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত পেনশনভোগী কর্মচারীরা তাদের পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন এই পোর্টালে। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ দেখা যাবে এই পোর্টালে। অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের মাসিক পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর সেটির স্ট্যাটাস দেখা যাবে এই পোর্টালে। উল্লেখ্য, আগে শুধুমাত্র এসবিআই ব্যাঙ্কের পেনশনভোগীরাই এই সুবিধা পেতে পারতেন। তবে এখন ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্কও যুক্ত হয়েছে এই পোর্টালে।

Advertisement
Advertisement

পেনশন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, এই ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টালের প্রধান অংশ হল ভবিষ্য পোর্টাল। পেনশন প্রক্রিয়া এবং পেমেন্ট পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করা। এতে প্রবীণ ব্যক্তিরাও ডিজিটাল প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হয়ে উঠবেন। পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলতেই এই পোর্টালটি শুরু করা হয়েছে। পেনশনভোগী কর্মচারীরা তাদের পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন এই পোর্টালে। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ দেখা যাবে এই পোর্টালে। পেনশন সংক্রান্ত জরুরি নথিপত্র জমা করা যাবে এই অনলাইন পোর্টালে। বিভিন্ন নথির স্ট্যাটাসও জানতে পারবেন পেনশনভোগীরা।

Advertisement

Related Articles

Back to top button