টেক বার্তা

জলের দরে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল MG Motor, সবাই এর সৌন্দর্যে বিস্মিত

দুর্দান্ত এই গাড়িটির এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টে একটি সিঙ্গেল চার্জিংয়ে 230KM রেঞ্জ পাবেন গ্রাহকরা এবং যার ব্যাটারি প্যাক হবে 17.3kWh।

Advertisement
Advertisement

আধুনিক এই যুগে অতি সাধারণ ভাবে জীবনযাত্রার জন্য বড় গাড়ির বদলে ছোট গাড়ি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করছে ভারতের বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি । তবে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে সেই স্বপ্নও কার্যত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তাদের। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ডিজেল অথবা পেট্রোল গাড়ির বদলে ইলেকট্রিক গাড়িতে বেশি প্রাধান্য দিচ্ছেন প্রত্যেক ভারতবাসী। কম টাকায় বেশি দূরত্ব অতিক্রম করায় সবার প্রথম পছন্দের বিকল্প হয়ে উঠেছে এই ইলেকট্রিক গাড়ি গুলি।

Advertisement
Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে 80 শতাংশ ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে Tata। তবে এবার Tata-র আধিপত্য কমাতে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করার প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে MG Motor। এবার Tata Nano-র চেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে লঞ্চ করেছে MG Motor। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, MG Motor নির্মিত ইলেকট্রিক গাড়ি MG ধূমকেতু ইভি-ই ভারতের সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গাড়িটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য-

Advertisement

যদি এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুই আসন বিশিষ্ট এই গাড়িতে সুরক্ষার কথা বিশেষভাবে মাথায় রেখেছে নির্মাণ কোম্পানিটি। এতে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD এবং রিয়ার পার্কিংয়ের মত সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি যদি ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ হবে ভারতীয় বাজারে। তাছাড়া দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িটি সবুজ, কালো, সিলভার হোয়াইট এবং কালো সাদা রঙে উপলব্ধ হবে।

Advertisement
Advertisement

দুর্দান্ত এই গাড়িটির এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টে একটি সিঙ্গেল চার্জিংয়ে 230KM রেঞ্জ পাবেন গ্রাহকরা এবং যার ব্যাটারি প্যাক হবে 17.3kWh। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, MG ধূমকেতুর হাই-এন্ড ভেরিয়েন্ট এক চার্জে 300KM রাস্তা অতিক্রম করবে। যাতে একটি 26.7kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। যদি দামের কথা বলি, তবে দুর্দান্ত এই গাড়িটির ভারতের বাজারে প্রারম্ভিক মূল্য 10 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button