টেক বার্তা

বাজারে এসেছে LG-র স্মার্ট সিলিং ফ্যান

Advertisement
Advertisement

মানুষ ধীরে ধীরে উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে।আগে ছিল স্মার্টফোন ও স্মার্টটিভি। এরপর বাজারে চলে এসেছে স্মার্ট সিলিং ফ্যান। আর সেটি এনেছে নামকরা কোম্পানি LG। তাদের আবিস্কৃত এই সিলিং ফ্যান অনান্য ফ্যানের থেকে অনেকটাই আলাদা। গত জুলাই মাসেই সিলিং ফ্যান সেগমেন্টে এন্ট্রি করেছে LG।

Advertisement
Advertisement

আসুন জেনে নিই এই ফ্যানের বিশেষত্ব 

Advertisement
  • এতে রয়েছে ইনস্ট্যান্ট অফ থিংস (IoT) সাপোর্ট। যাতে বড় ঘরেও সমান বাতাস থাকবে।
  • এই ফ্যানে রয়েছে ডুয়াল ওয়িং ফ্যান ব্লেডসহ এলইডি ডিসপ্লে।
  • ফ্যানের ভিতরে রয়েছে অ্যাডভানস ইনভার্টার মোটর ফলে এই ফ্যানের সেফটি, ডিউরেবিলিটি আর রিলায়বিলিটি অনেকাংশে বেশি।
  • এতে রয়েছে “Mosquito away” নামের একটি বিশেষ টেকনোলোজি।যার ফলে রুমে কোনও মশা থাকবে না।
  • এছাড়াও এই ফ্যানে দেওয়া আছে স্পিড মোড, যাতে ঘুমিয়ে গেলে রুমের টেম্পারেচারের হিসাবে ফ্যান স্পিড অ্যাডজাস্ট করে নেবে এতে ঘুম থেকে উঠে আর ফ্যানের স্পিড কমাতে বা বাড়াতে হবে না।
  • আরও একটি বিশেষত্ব হল এই ফ্যানটিতে রয়েছে WiFi সংযোগ, তাই এটি অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট-কেও সাপোর্ট করে। আরও রয়েছে LG SmartThinQ অ্যাপ।যার সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোন বা ট্যাবলেট থেকে এই ফ্যানটিকে কন্ট্রোল করতে পারবেন।
  • ২ বছরের ওয়ারেন্টি আছে এই ফ্যানটির।
Advertisement

Related Articles

Back to top button