ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

IRCTC: আইআরসিটিসির তরফ থেকে জারি করা হয়েছে নতুন মেনু, রুটির জন্য ৩ টাকার জায়গায় দিতে হবে এবার ১০ টাকা

আইআরসিটিসি সম্প্রতি এই নতুন মেনু লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই

Advertisement
Advertisement

রেল যাত্রীদের জন্য আইআরসিটিসির তরফ থেকে চলে এলো একটা বিশাল বড় খবর। প্যান্ট্রি কার এবং রেজিস্ট্রেশন এর ফুড প্লাজার মেনুতে বিশাল বড় পরিবর্তন নিয়ে এসেছে আইআরসিটিসি। এর প্রভাব সরাসরি পড়বে যাত্রীদের পকেটে। আপনাদের জানিয়ে রাখি এই মেনুতে অনেক ধরনের নতুন খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement

যাত্রীরা দক্ষিণ ভারতীয় খাবার বা ভারী কোন শস্যের খাবার উপভোগ করতে পারবেন। এই মেনুতে ৭০ টি খাবার দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

Advertisement

ট্রেনের প্যান্ট্রি কারে রুটি পাওয়া যাবে খুব কম দামে। তবে আগের তুলনায় এই রুটির দাম কিছুটা কিন্তু বেড়েছে। অতিরিক্ত রুটি যা আগে ৩ টাকায় পাওয়া যেত তার দাম এখন হয়েছে ১০ টাকা। এছাড়া মশলা ধোসার দাম ৫০ টাকা, গোলাপ জামুনের দাম ২০ টাকা, ঢোকলার দাম ১০০ গ্রাম ৩০ টাকা, পনির পকোড়ার দাম ২৫ টাকা করে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button