বৃহস্পতিবার থেকে সরকারি কর্মীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা করতে চলেছে সরকার

রাজ্য সরকারের সমস্ত কর্মীদের জন্য একটা দারুন খবর রয়েছে। গত ৩০ এপ্রিল রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ জারি করেছে। এই নোটিশ অনুযায়ী,…

Avatar

রাজ্য সরকারের সমস্ত কর্মীদের জন্য একটা দারুন খবর রয়েছে। গত ৩০ এপ্রিল রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ জারি করেছে। এই নোটিশ অনুযায়ী, একটা বড় আপডেট নিয়ে আসা হয়েছে কর্মীদের উদ্দেশ্যে। বিশেষ করে এই নোটিশ গুরুত্বপূর্ণ হবে পেনশনভোগীদের জন্য। পেনশনভোগীদের জন্য সেই নোটিশে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এই নোটিশে স্বাক্ষর করেছেন।

রিপোর্ট অনুযায়ী, কলকাতায় অবস্থিত ডিরেক্টরেট অফ ট্রেজারি এন্ড অ্যাকাউন্ট বিভাগের পে এন্ড একাউন্ট অফিসের ঠিকানা পরিবর্তন হতে চলেছে। কলকাতা অবস্থিত এই সেক্টরের দুটি অফিস কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এই সম্পর্কে একটা নতুন নোটিশ জমা করা হয়েছে। এর পাশাপাশি পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও পরিবর্তন করেছে রাজ্য সরকার।

পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ১: ১১এ, মির্জা গালিব স্ট্রিট, পুরনো খাদ্য ভবনের চতুর্থ তলা (পূর্ব দিক)

পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ২: পুরনো খাদ্য ভবনের তৃতীয় ও চতুর্থ তলা (পশ্চিম দিক), মির্জা গালিব স্ট্রিট

পেনশন ডিসবার্সমেন্ট সেল: পুরনো খাদ্য ভবনের তৃতীয় তলা (পশ্চিম দিক), মির্জা গালিব স্ট্রিট

নতুন ঠিকানায় সকল অফিসই ৯ই মে, বৃহস্পতিবার থেকে কার্যকরভাবে কাজ শুরু করবে। সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে নতুন ঠিকানাটি মনে রাখতে এবং প্রয়োজনে সেখানে যেতে।