ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI Payment : দারুন খবর দিল ব্যাঙ্ক, এবার UPI পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে এই বড় সুবিধা

এই ব্যাংক এই মুহূর্তে দশটি দেশে এই সুবিধা প্রদান করছে

Advertisement
Advertisement

আইসিআইসিআই ব্যাঙ্ক সম্প্রতি তাদের নতুন আপডেটে ঘোষণা করেছে, NRI গ্রাহকদের তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে তাৎক্ষণিক ইউপিআই পেমেন্ট ব্যবহার করার সুবিধা এবার দিতে চলেছে তারা। ফলে যারা প্রতিদিন ইউপিআই ব্যবহার করে অর্থ প্রদান করেন তাদের জন্য এটা একটা দারুন আপডেট হতে চলেছে। এই সুবিধার মাধ্যমে ব্যাংকের যারা এনআরআই গ্রাহক রয়েছেন, তারা যে কোন ইউটিলিটি বিল, যে কোন ই কমার্স লেনদেনের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। ভারতে নিজের আইসিআইসিআই ব্যাংকের একাউন্ট ব্যবহার করে তারা যেকোনো পেমেন্ট করতে পারবেন এবার থেকে খুব সহজে। তবে যেকোনো অ্যাপ্লিকেশনে গেলে কিন্তু এই পেমেন্ট করা যাবে না। এজন্য আপনাকে এই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন iMobile Pay অ্যাপটি ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আপনি এনআরআই গ্রাহক হিসেবে নিজেকে রেজিস্টার করে তারপরে এই ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন।

Advertisement
Advertisement

এই মুহূর্তে সারা বিশ্বের দশটি দেশে এই দেশের বিশেষ সুবিধা চালু করা হচ্ছে। আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব এমিরেটস, কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া হংকং ওমান কাতার এবং সৌদি আরবের মত দেশে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সমস্ত দেশের এনআরআই গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। কোন ভারতীয় মোবাইল নম্বর বা ভারতীয় ব্যাংক একাউন্টে আপনি সহজেই এভাবে টাকা পাঠাতে পারবেন। আই মোবাইল পে ব্যবহার করে আপনি এবার থেকে করতে পারবেন যেকোনো ইউপিআই পেমেন্ট।

Advertisement

এই পেমেন্ট করতে হলে আপনাকে প্রথমেই নিজের মোবাইলে iMobile অ্যাপে লগইন করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর যাচাই করে ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে একটি নতুন ইউপিআই আইডি তৈরি করার জন্য আবেদন জানানো হবে। প্রস্তাবিত বিকল্পগুলি থেকে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে আপনাকে একটি একাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপরে আপনার পছন্দের ইউপিআই আইডি তৈরি করতে হবে। এরপর নির্বাচন করতে হবে পিন। তাহলেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশন হয়ে যাবে রেডি। এরপর আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন আপনার এনআরআই একাউন্ট দিয়ে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button