ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Ideas: এক টুকরো জমি থাকলেই কেল্লাফতে, নামমাত্র মূলধনে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে আজীবন

Advertisement
Advertisement

চাকরির আকালের জন্য বর্তমানে অনেকেই ঝুঁকছেন ব্যবসার (Business) দিকে। নূন্যতম মূলধন এবং ভালো রিটার্নের আশা থাকলে ছোটখাটো কিংবা বড় ব্যবসাতেও অনেকে যোগ দেন। এই প্রতিবেদনে এমনি কিছু ব্যবসার খোঁজ থাকছে যেগুলি খুব সহজেই করা সম্ভব। উপরন্তু এই ব্যবসাগুলি শুরু করলে সরকারের তরফেও মিলবে ঋণ। I’ve গ্রামে এক টুকরো জমি থাকলেই এই ব্যবসা শুরু করা সম্ভব। ব্যবসাগুলি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

Advertisement
Advertisement

অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ বেশ লাভজনক। অ্যালোভেরার উপকারিতার জন্য এর চাহিদা দিন দিন বাড়ছে। বিভিন্ন রূপচর্চার জিনিস তৈরিতেও ব্যবহৃত হয় অ্যালোভেরা। এই ব্যবসা শুরু করতে প্রাথমিক ভাবে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ করতে হবে। একবার মাত্র জমিতে অ্যালোভেরার ফসল রোপণ করলে প্রায় ৩ বছর পর্যন্ত অ্যালোভেরা থেকে ফসল পাওয়া যাবে। ধরা যাক ১ হেক্টর জমিতে অ্যালোভেরা চাষ হয়েছে। সেক্ষেত্রে বছরে প্রায় ৯-১০ লক্ষ টাকা আয় করা সম্ভব এই ব্যবসা থেকে।

Advertisement

ডেয়ারির ব্যবসা শুরুরু করলেও পাওয়া যায় মোটা লাভ। শহরের তুলনায় গ্রামে ডেয়ারির ব্যবসা করাও সহজ। ৫-১০ টি গরু বা মোষ নিয়ে প্রাথমিক ভাবে এই ব্যবসা শুরু করা যেতে পারে। আর যদি ছোট আকারে ব্যবসা করতে হয় তাহলে ২ টি গরু বা মোষ নিয়েও ব্যবসা শুরু করা সম্ভব। তবে এই ব্যবসাটি বড় পরিসরে শুরু করলে সরকারের থেকে ঋণ পাওয়া সম্ভব। কিন্তু বর্তমানে অনেকেই ডেয়ারির ব্যবসা শুরু করায় ক্রেতাদের নজর কাড়তে এবং লাভের অঙ্ক বাড়াতে ভাবতে হবে ভিন্ন ধরণের কিছু। এর জন্য শহরের বিক্রেতাদের সঙ্গে বাড়াতে হবে যোগাযোগ। এর ফলে দুধের বিক্রি বাড়বে।

Advertisement
Advertisement

খেজুরের চাহিদা বরাবরই বেশি থাকবে দেশ এবং বিদেশের বাজারে। খেজুর চাষ একবার শুরু করলে ধারাবাহিক ভাবে এর থেকে টাকা পাওয়া সম্ভব। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। গ্রামবাসীদের জন্য ছাগল পালনও মোটা অঙ্কের টাকা লাভের মুখ দেখায়। ছাগলের উল, দুধ বিক্রি করে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।

Advertisement

Related Articles

Back to top button