দেশনিউজ

চলতি মাসে খুলছে স্কুল, জেনে নিন স্কুল খোলার তারিখ

Advertisement
Advertisement

ভারতে করোনা সংক্রমণ বাড়ার মাঝেই আগের থেকে বেড়েছে সুস্থতার হার। একে একে খুলছে সব, আনলক-৫ এ নয়া গাইডলাইন অনুযায়ী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে জানানো হয়েছে৷ করোনার মধ্যে কীভাবে স্কুল চলবে সেই সংক্রান্ত এসওপি জারি করে দিল শিক্ষামন্ত্রক৷

Advertisement
Advertisement

এক্ষেত্রে চূড়ান্ত করতে হবে স্যানিটাইজেশন। স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, থেকে শুরু করে স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোনা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অতি অবশ্য পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে৷ এর জন্য প্রতিটি স্কুল একটি টাস্কফোর্সকে কাজে লাগাতে হবে। সঙ্গে পড়ুয়ারা স্কুল বা কলেজে এসে সশরীরে ক্লাস করবেন কিনা সে ব্যাপারে অভিভাবকের অনুমতি আবশ্যক।

Advertisement

স্কুল আসার ক্ষেত্রে অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া কোনও পড়ুয়া স্কুল বা কলেজে এসে ক্লাস করতে পারবে না৷ এছাড়াও মিড ডে মিল তৈরি ও বিতরণের ক্ষেত্রেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। আমাদের প্রত্যেককেই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

Advertisement
Advertisement

সংক্রমণ যাতে না ছড়ায় সেই কথা মাথায় রাখতে হবে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষাকর্মীদেরও সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। এছাড়াও মানা হবে সকল করোনা বিধি। যাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখা যায় সেই কথা মাথায় রেখেই সব আয়োজন করা হয়। যদি কোনও পড়ুয়া ক্লাসে উপস্থিত হওয়ার বদলে অনলাইনে ক্লাস করতে চায় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দিতে বাধ্য থাকবে৷

Advertisement

Related Articles

Back to top button