জীবনযাপনসম্পর্ক

সঙ্গীর সাথে একান্ত মুহূর্তে এই ভুলগুলি করবেন না, প্রেম জীবন খারাপ হতে পারে

Advertisement
Advertisement

আমাদের জীবনে অনেক সম্পর্ক থাকে। কিছু রক্তের সম্পর্কও যেমন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এবং কিছু সম্পর্ক রক্তের নয় যেমন বন্ধু বান্ধব ও জীবন সঙ্গী। কিন্তু তাদের সঙ্গেই আমাদের জীবনের বেশি সময় কাটাতে হয়। মাঝে মধ্যে সকল সম্পর্কেই ভুল বুঝাবুঝি, মন মালিন্য বা ঝগড়া হয়, কখনো এর ফলে কিছু সম্পর্ক চির তরে ভেঙ্গে যায়। কিন্তু আমরা নিজেদের ভুল বুঝে উঠতে পারি না কেন ভেঙ্গে গেলো এই সম্পর্ক। তাই আজ আমরা আপনাদের জন্যে নিয়ে এসেছি এমন কিছু টিপস যা মেনে চললে আপনার সম্পর্ক ভাঙ্গবে না।

Advertisement
Advertisement

আপনি যদি আপনার সঙ্গীর সাথে সারা জীবন সুখে করতে চান তবে আপনাকে কিছু ভুলের পুনরাবৃত্তি এড়াতে হবে কারণ এটি আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। বলা হয় একান্তে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হয়, কিন্তু আমরা অনেক সময় কিছু ভুল করে বসি সেই সময় জার জন্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। সঙ্গীর সাথে মুহুর্তগুলো মধুর করতে এই ভুল গুলি এড়িয়ে চলবেন —

Advertisement

১) সঙ্গীর ইচ্ছার ব্যাপারে জানুন-
যদি আপনার মেজাজ রোমান্টিক হয়, তাহলে আপনার সঙ্গীকেও যে একই মুডে থাকবে এমন সব সময় হয় না, তাই সঙ্গীর সঙ্গে কিছু করার আগে তার ইচ্ছা ও মর্জি একবার জেনে নিন।

Advertisement
Advertisement

২) পুরনো কথা উঠাবেন না:-
রোমান্টিক মুহূর্তে কোথায় কোথায় আমরা পুরনো ঝগড়ার কথা বলে ফেলি এর ফলে দুজনেরই মন খারাপ হয়ে যায় ও পুরো মুহূর্তটা নষ্ট হয়। তাই এই করা এড়িয়ে চলবেন।

৩) ক্রিতিম ভালোবাসা দেখাবেন না:- বিশেষ মুহূর্তে মন থেকে ভালোবাসার অনুভব করার আপনার সঙ্গীকে। তাহলে আপনার সম্পর্ক ভালো থাকবে।

৪) নেগেটিভ কথা বলবেন না:- একান্তে সময় কাটানোর সময় সঙ্গীর কিছু ভুল বা খারাপ অভ্যেস নিয়ে কথা বলা ঠিক নয়। এই নেগেটিভ কথার ফলে আপনার সময়টি বৃথা হয়ে যাবে।

৫)কাজের চাপের প্রভাব পড়তে দেবেন না:- আপনাদের এই বিশেষ মুহূর্তে নিজের কাজের যত স্ট্রেস থাকে সেটি ভুলে যান নাহলে আপনার সঙ্গীর সঙ্গে সময় ভালো ভাবে কাটাতে পারবেন না।

৬) বিসানা অবদি দূরে দূরে থাকা:- এই অভ্যেস একদম ত্যাগ করুন, নিজেদের মধ্যে আদর, আলিঙ্গন করুন বিসানায় যাওয়ার আগেও। এর ফলে আপনার সঙ্গী আপনার ক্যারিং স্বভাব বুঝতে পারবে ও আপনাদের সম্পর্ক মজবুত হবে।

৭) একে অপরকে নিচা দেখবেন না:- আপনি আপনার সঙ্গী কে এই সময় বা কখনই ছোট করতে চাইবেন না এর ফলে সম্পর্ক একদম খারাপ হয়ে যাবে।

৮) নিজের ফ্যান্টাসি শেয়ার করুন:- আপনার যা ফ্যান্টাসি আছে সেই সব বলুন সঙ্গী কে ও তার ফ্যান্টাসিগুলো জানবার চেষ্টা করুন।

এখানে বলা কথাগুলো মেনে চললে আপনার সম্পর্কও খুব মধুর ও দীর্ঘ স্থায়ী হবে। ভারত বার্তা কোনো তথের দায়ভার নেবে না এই বিজ্ঞাপন শুধু তথ্য প্রদানের জন্যে।

Advertisement

Related Articles

Back to top button