সৌন্দর্যজীবনযাপন

Skin Care: যেতে হবে না পার্লারে, ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের কালো ট্যান, ২ সপ্তাহে মুখ হবে উজ্জ্বল

Advertisement
Advertisement

বিউটি স্ট্যান্ডার্ডের দিক থেকে কোরিয়ান মেয়েদের অবস্থান বেশ উপরের দিকেই রয়েছে। কোরিয়ান মেয়েদের গ্লাস স্কিনের (Glass Skin) চর্চা রয়েছে বিশ্ব জুড়ে। তাদের মতো মসৃণ, দাগহীন, কোমল ত্বক পাওয়ার স্বপ্ন দেখেন প্রায় সব মেয়েই। না, এটা স্বপ্ন নয়। বাস্তবেই এমন ত্বক পাওয়া সম্ভব। সেক্ষেত্রে কোরিয়ানদের রূপচর্চার কিছু সিক্রেট মেনে চলতে হবে। না, এর জন্য কোরিয়া যাওয়ারও প্রয়োজন নেই, আবার দামী দামী রূপচর্চার সামগ্রীরও প্রয়োজন নেই। প্রত্যেকের রান্নাঘরে থাকা আপাত সাধারণ উপকরণ দিয়েই এমন কাঁচের মতো ত্বক পাওয়া সম্ভব।

Advertisement
Advertisement

ভারতীয়দের খাবার বলতে ভাতের জনপ্রিয়তা রয়েছে একেবারে উপর দিকে। অথচ জানেন কি, শুধু খাবার পাতে নয়, রূপচর্চাতেও ভাতের গুরুত্ব অপরিসীম। প্রথমে বেশ খানিকটা ভাত ভালো করে চটকে নিতে হবে। তারপর এর সঙ্গে মেশাতে হবে সামান্য কাঁচা দুধ। এরপরে মিক্সিতে দুটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ঘন পেস্ট রূপে এই মিশ্রণ নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হবে। ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় এই পেস্ট।

Advertisement

ভাতের ফ্যান বা মাড় আমরা সাধারণত ফেলেই দিই। কিন্তু এর উপকারী গুণের ব্যাপারে জানতে পারলে চমকে যাবেন। ভাতের ফ্যান টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে গ্রিন টি, শসার রস বা গোলাপ জল মিশিয়ে পাতলা করেও নিতে পারেন। সবকিছু মিশিয়ে একটি কাঁচের বোতলে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। তুলোয় করে এই টোনার মুখে লাগালে ত্বক উজ্জ্বল হতে বাধ্য।

Advertisement
Advertisement

ত্বকের পরিচর্যায় চাল ভেজানো জলেরও কোনো বিকল্প নেই। এই জলও ব্যবহার করা যায় টোনার হিসেবে। ত্বকের পাশাপাশি চুল লম্বা এবং ঘন করতেও কাজে লাগে চাল ভেজানো জল। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল মুখে মেখে নিলে গ্লাস স্কিন আসবে তুড়িতে।

Disclaimer: বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে লেখা হয়েছে প্রতিবেদনটি। ব্যক্তিবিশেষে এর ফল হতে পারে ভিন্ন।

Advertisement

Related Articles

Back to top button