বলিউডবিনোদন

সোফি চৌধুরীর লাল বিকিনি লুক ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়েছে, দেখুন অভিনেত্রীর ছবি

সোমবার এই ছবিটি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী

Advertisement

প্রতিবার নিজের ফটোশুট এবং নানা রকমের নাচের ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন সোফি চৌধুরী। ইনস্টাগ্রামে থেকে শুরু করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, যেকোনো জায়গায় সোফি চৌধুরী রয়েছেন ট্রেন্ডিং। তিনি আদতে একজন অভিনেত্রী, মডেল এবং শো হোস্ট। তাকে আমরা একাধিক সিনেমায় অভিনয় করতে দেখেছি। পাশাপশি, মডেল হিসেবেও তার খ্যাতি ভারত জোড়া। বিভিন্ন বিজ্ঞাপনের ভিডিওতেও তাকে নানা জায়গায় দেখা যেতে থাকে মাঝে মধ্যেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি নতুন ছবি আলোড়ন সৃষ্টি করেছে। এই ছবিতে আমরা তাকে জলকেলি করতে দেখতে পাচ্ছি। এই ছবিতে তাকে দেখা যাচ্ছে একটি লাল রঙের বিকিনিতে। পাশাপাশি, তার এই সমস্ত ছবিতে ক্লিভেজ স্পষ্টত দৃশ্যমান। সোমবার সপ্তাহের প্রথম দিনেই এরকম ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ালেন সোফি চৌধুরী।

গোরি হে গানটির গায়িকা এদিন সোশাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখলেন, “রাত কা নশা অভি, আঁখ সে গয়া নহি” এই পোস্টে তার এই লাল রঙের বিকিনি লুক সকলকে রীতিমতো বোল্ড আউট করে দিয়েছেন। ৪০ বছর বয়স হয়ে গেলেও তার চেহারায় এখনো বয়সের ছাপ পড়েনি। পাশাপশি, তাকে এখনো একই রকম গ্ল্যামারাস লাগে অনেকের। বয়স হলেও এখনো যেকোনো অষ্টাদশীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন সোফি চৌধুরী।

সোশ্যাল মিডিয়াতে সোফি চৌধুরীর পোস্ট করা এই সমস্ত ছবি তার ভক্তদের মন জিতে নিয়েছে। তার এই সমস্ত ছবিতে ভক্তরা কমেন্টে লাইক এবং কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ৯০ দশকের এই অভিনেত্রীর জেল্লা যে এখনো এই বয়সেও একই রকম রয়ে গিয়েছে, তা কার্যত বোঝা দায়। কিছুদিন আগে মালাইকা আরোরার সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছিল অভিনেত্রী সোফি চৌধুরীর। সেই ভিডিওতেও তাকে দেখা গিয়েছিল মালাইকা আরোরার সাথে কোমর দুলিয়ে নাচ করতে। আর এবারে ভাইরাল হল তার রেড হট বিকিনি লুক। এই লুক দেখে কার্যত মোহিত সোশ্যাল মিডিয়ার ভক্তরা।

Related Articles

Back to top button