টলিউডবিনোদন

পুজোতে বিসর্জনের গানে নাচলেন দেব!

Advertisement
Advertisement

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই পার্বন গুলির মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা। সবে তো শুরু হল দুর্গাপুজো, কিন্তু এর মাঝেই কেন বিসর্জনের গান গাইছেন দেব? তবে বিসর্জন মানেই যে মন খারাপের সুর নয়, নেপথ্যে রয়েছে অন্য আবেগও, তা ধরা দিল দেবের নতুন গানে। বিসর্জনের এই গান শুনলে আপনার মন যে বিষণ্ণ হবে না, তা হলফ করে বলাই যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের আগামী ছবি সাঝবাতী র ‘বিসর্জন’ গানটি। আর পুজো শুরুর আগেই এক অন্যরকম বিসর্জনের আমেজে মাতাল সেই গান।

Advertisement
Advertisement

চলতি বছরের বড়দিনে সিনেপ্রেমীদের উপহার হিসেবে আসছে ‘সাঁঝবাতি’। তাই কেক-পেস্ট্রির সঙ্গে দুর্গাপুজোর আমেজ উপভোগ করাটা যে এক্কেবারে অন্যরকম হবে, তা হলফ করে বলাই যায়। ‘সাঁঝবাতি’, এক অন্যরকম সম্পর্কের গল্প। গতে বাঁধা সম্পর্কের গল্পের ছক ভেঙে ‘সাঁঝবাতি’ শোনাবে এক নতুন রসায়নের গপ্পো। এ ছবির গল্প গড়িয়েছে একা থাকা এক প্রবীণ নাগরিককে নিয়ে। আর সেই মুখ্য ভূমিকাতেই দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

Advertisement

লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি আক্ষরিক অর্থেই  যে ভিন্ন স্বাদের, তার ইঙ্গিত মিলল ‘বিসর্জন’ গানটিতেই। এই গানের কথা ও সুর অনুপম রায়ের এবং গানটি গেয়েছেন শান। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button