আন্তর্জাতিকনিউজ

বাইডেনের হাত ধরে হোয়াইট হাউসে ফিরতে চলেছে পোষ্য রাখার পুরনো রীতি

Advertisement
Advertisement

ওয়াশিংটন: গতকাল, শনিবার আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন৷ যদিও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এখনও বাকি। তাই হোয়াইট হাউসে এখনও পা রাখতে পারেননি বাইডেন। তবে শপথের পর তিনি পা রাখবেন ঐতিহ্যশালী হোয়াইট হাউসে ৷ তাঁর সঙ্গে আসবেন তাঁর জীবনসঙ্গিনী। শুধু তাই নয়, সস্ত্রীক বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে পা রাখতে চলেছে তাদের প্রিয় দুটি পোষ্য কুকুর৷ সাধারণত মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি বলা হয়। ঠিক তেমনই প্রেসিডেন্টের পোষা কুকুর দুটিকে ‘ফার্স্ট ডগ’-এর মর্যাদা দেওয়া হবে৷ এই খবরে খুবই খুশি পশুপ্রেমীরা৷

Advertisement
Advertisement

বাইডেন পরিবারের দুটি কুকুর জার্মান শেফার্ড প্রজাতির৷ নাম চ্যাম্প ও মেজর৷ ২০০৮-এ মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদ জিতে স্ত্রীকে উপহার হিসেবে বাইডেন দিয়েছিলেন চ্যাম্পকে৷

Advertisement

প্রসঙ্গত, বাইডেনের হাত ধরে আবার হোয়াইট হাউসে ফিরতে চলেছে পোষ্য রাখার পুরনো রীতি৷ যা শুরু হয়েছিল জর্জ ওয়াশিংটনের আমলে৷ তিনিই প্রথম পোষ্য এনেছিলেন প্রেসিডেন্ট বাসভবনে৷ তবে আবার সেই পুরনো রীতি বাইডেনের হাত ধরে ফিরতে চলেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button