নিউজরাজ্য

মমতা “শাড়ি পরা হিটলার”, হলদিয়ার সভায় বিদ্রূপের সুর দিলীপ ঘোষের গলায়

Advertisement
Advertisement

অমিত শাহ বাংলা সফরে এসে যেইখানে শেষ করেছিল সেইখান থেকেই যেন হাল ধরলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হলদিয়ায় একটি জনসভাতে গিয়ে দিলীপ তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি ,পুরোহিত ভাতা, রাজ্যে দিদির পুলিশ ইত্যাদি সব ইস্যুতেই কথা বলেছেন তিনি।

Advertisement
Advertisement

 

Advertisement

সেদিনকার সভায় দিলীপ ঘোষ মমতাকে “শাড়ি পরা হিটলার” বলে সরাসরি আক্রমণ করেছেন। তিনি মমতাকে বিদ্রূপের সুরে মন্তব্য করেছেন, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সেই নাম হবে শাড়ি পরা হিটলার। কিন্তু যাই হোক বাংলায় বিজেপি শিবিরকে আটকাতে পারবে না কেউ। দীলিপবাবু দাবি করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি অবশ্যই ২০০ আসন দখল করতে পারবে।

Advertisement
Advertisement

 

এছাড়াও, দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে ফের আক্রমণ করলেন রাজ্য পুলিশকে। তিনি অভিযোগ করেছেন রাজ্য পুলিশ তৃণমূল সরকারকে হয়ে পক্ষপাতিত্ব করে। তিনি দাবি করেছেন, বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তারা পারছে না। কারণ নাকি বিজেপিতে যোগদান করতে চাইলেই “দিদির পুলিশ” চাপ দিচ্ছে। যে সব পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করে না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে বলেছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button