অফবিট

বয়স ১০ বছর, ওজন ১৫০ কেজি, নেট দুনিয়ায় তাক লাগালো আর্য

Advertisement
Advertisement

আর্য পারমানার নাম অনেকেই হয়তো জানেন,বিশ্বের সর্বত্র সাড়া ফেলেছিল সে, বছরটা ২০১৬, সেই সময় তার বয়স ১০ বছর কিন্তু ওজন ছিল ১৫০ কেজি। ছোটবেলায় স্বাভাবিক থাকলেও ২০১৪ সাল থেকে ওজন বাড়তে শুরু করে আর্যর। ২০১৬ সালে গোটা বিশ্বে পরিচিত সে, খেলতে ইচ্ছা করলেও খেলতে পারত না, ওঠাবসা, হাঁটাচলা সবেতেই তার কষ্ট হতো কিন্তু এই আর্য পারমানা আবার একবার সবার নজরে উঠে আসলো ৮৭ কেজি ওজন কমিয়ে। তার নতুন ছবি দেখে অবাক হবেন অনেকেই।

Advertisement
Advertisement

ইন্দোনেশিয়ার সরকার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল তার। মাত্র চার বছরে ৮৭ কেজি ওজন কমিয়ে আর্য দেখিয়ে দিল ইচ্ছাশক্তি থাকলে মানুষ সব করতে পারে। কোন অস্ত্রপচার নয়, নিয়মিত ব্যয়াম আর ডায়েট করে এই যুদ্ধ জয় করেছে সে। ধীরে ধীরে ওয়াকআউট বাড়িয়েছে আর্য।

Advertisement

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে সাক্ষী থাকল এক নতুন ঘটনার, মসজিদে উড়ল জাতীয় পতাকা

Advertisement
Advertisement

তার প্রশিক্ষক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি সাহায্য মাত্র করেছে আর্যর ইচ্ছাশক্তি, মনের জোর ছিল বলেই সে এতটা ওজন কমাতে পেরেছে। এখন সে লোহাও তুলতে পারে, ফুটবলও খেলতে পারে। ইন্দোনেশিয়ার এই কিশোর তার কঠিন অধ্যাবসায়ে নিজেকে প্রমাণ করেছে, অধিকার চেহারার কষ্টকে সরিয়ে ফেলেছে নিজের জীবন থেকে।

Advertisement

Related Articles

Back to top button