Today Trending Newsনিউজরাজ্য

‘আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের অ্যাম্বাসেডর?’ প্রধানমন্ত্রী মোদীকে তোপ মমতার

Advertisement
Advertisement

শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটূক্তি করে বলেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী অথচ সর্বদা পাকিস্তান নিয়ে কথা বলেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নাগরিকত্ব (সংশোধন) আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দিতে গিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বারবার পাকিস্তানের কথা উল্লেখ করার জন্য তোপ দাগেন। এদিন তিনি ভারতীয় হিসেবে জাতীয় সমস্যাগুলো নিয়ে কথা বলার উপর জোর দেন।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত সংস্কৃতি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী একটি বৃহৎ দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের দেশকে পাকিস্তানের সাথে তুলনা করেন?’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ পাকিস্তানে মুসলমানরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নৃশংস অত্যাচার চালিয়েছে সে বিষয়ে নীরব থাকায় ও ভুক্তভোগীদের নাগরিকত্ব প্রদানকারী সিএএ-র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শনের জন্য বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন। এর পরেই মমতা ব্যানার্জী এমন মন্তব্য করেন।

Advertisement

আরও পড়ুন : এক মঞ্চে মমতা-মোদী, সাক্ষী থাকবে রাজ্যবাসী

Advertisement
Advertisement

কর্ণাটকের তুমাকুরুতে শ্রী সিদ্ধগঙ্গা মঠে ভাষণকালে সিএএ সম্পর্কে জনগণকে ভুল তথ্য দিয়ে দেশে ভয় ও উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করার বিরোধীদের তুলোধোনা করেছিলেন প্রধানমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রয়োগের বিষয়ে জনগণকে ইচ্ছাকৃতভাবেবিভ্রান্ত করছে গেরুয়া পার্টি। একইসঙ্গে তিনি যোগ করেন, কেন্দ্রের শাসক দলের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য রেখে সমস্যা আরও বাড়িয়ে তুলছেন।

Advertisement

Related Articles

Back to top button