কলকাতানিউজরাজ্য

আমফান ক্ষতিপূরণের টাকা কীভাবে পাবেন? জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা পেতে আর কোনও ফর্ম কিনতে হবে না, টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক আকাউন্টে পাঠানো হচ্ছে। ঘূর্ণিঝড়ে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদেরকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ বাবদ টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

এর পাশাপাশি রেশন বন্টনে অনিয়মের কোনো অভিযোগ উঠলে এবং ঝড়ের ক্ষতিপূরণের টাকা পেতে কোনোরকম সমস্যা হলে স্থানীয় থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে এই আমফানের টাকা ও রেশন বন্টন নিয়ে নানা অভিযোগ এসেছে, তাই তিনি এই সরকারের টাকা সঠিক ভাবে যাতে ব্যবহৃত হয়, তাঁর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।

Advertisement

Advertisement
Advertisement

গত ২০ মে ঘূর্ণিঝড়ের তান্ডবে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার। আর এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু এই টাকা নিয়ে অভিযোগ উঠছে যে এই টাকা পেতে অন্যদেরকে ভাগ দিতে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এরকম কিছু ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button