নিউজরাজ্য

আগামী কয়েক দিন কেমন থাকবে কলকাতা এবং রাজ্যের আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার কারণে রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ অনুভূত হতে চলেছে আগামী কয়েক দিনে

Advertisement
Advertisement

শীত বিলাসীদের আবারও সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ একটি নির্দেশিকায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহে আরো একটু নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ আগামী কয়েক দিনে শীতের আমেজ স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ তাই রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তরে হাওয়া তেমন কোন বাধার সম্মুখীন হচ্ছে না। যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে আগামী সপ্তাহে আরো খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

শীতের স্পেল চলবে পশ্চিমের বেশ কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে। আজও স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা তবে সামান্য বেড়ে আজ কলকাতার তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা তাপমাত্রা চারদিকে থেকে এক ডিগ্রি নিচে রয়েছে। তবে গতকালের তুলনায় কলকাতা তাপমাত্রার কিছুটা বেড়েছে। গতকাল কলকাতা তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

তবে জেলায় জেলায় শীতের আমেজ সামান্য কমবে। আগামী কয়েক দিন এইরকমই থাকবে আবহাওয়া। ফলে সপ্তাহান্তে পিকনিকে বা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার প্ল্যান কোনভাবেই মাটি হবে না। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালবেলা হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button