নিউজরাজ্য

বাম-কংগ্রেস জোটই তৃতীয় বিকল্প, চরম বার্তা অধীরের

Advertisement
Advertisement

২০২১ এর বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। এইবার আসন্ন বিধানসভা ভোটে ভালো লড়াই করতে চলেছে বাম কংগ্রেস জোট। এইদিন এমনটাই বলতে শোনা গেল রাজ্যের কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধির চৌধুরীকে। এইবার প্রথম নয়, বাম দলগুলির সাথে জটের বিষয়ে এর আগেও সবথেকে বেশি সরব থাকতে দেখা গিয়েছে তাকেই। লোকসভার কংগ্রেস নেতা বাম কংগ্রেসের এই জোটকে তুলে ধরতে চান রাজ্যের তৃতীয় বিকল্প হিসেবে।

Advertisement
Advertisement

অন্যদিকে বিহারের ভটের ফল অনেকটাই স্বতঃস্ফূর্ত করে তুলেছ রাজ্য সিপিএমকে। সম্প্রতি সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন,”কংগ্রেসের প্রতি কোনও আনুগত্য নিজেকে হত্যা করার সমান হবে।” যার প্রেক্ষিতে অধির চৌধুরী বলেন,”বিহার এবং বাংলা সম্পূর্ণ আলাদা। আগে বামেরা ৩৪ বছর শাসন ক্ষমতায় ছিল এখানে।”

Advertisement

সম্প্রতি বিহারে হওয়া ভোটে আরজেডি, কংগ্রেস এবং বামেদের তৈরি মহাজোট লড়াই চালিয়েছিল এনডিএ এর বিরুদ্ধে। সেখানে ২৪৩ আসনের লড়াইয়ে তারা পেয়েছিল ১১০ টি আসন। এই ১১০ টির মধ্যে ৭৫ টি আসন জিতেছে আরজেডি, ১৯টি কংগ্রেস, ১৬টি বামেরা।

Advertisement
Advertisement

অন্যদিকে অধীরবাবু আরও বলেছেন,”২০১৬ এর বিধানসভা ভোটে ৯০ টি আসনে ছিল লড়াই। সেখানে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। অন্যদিকে বামেরা ২০০ টি আসনে লড়ে পেয়েছিল ৩২টি। এখানেই ২০১৯ লোকসভা ভোটে ২ টি আসন পেয়েছিল রাজ্য কংগ্রেস, সেখানে কিছুই পায়নি বামেরা। অর্থাৎ বামেদের তুলনায় রাজ্যে কংগ্রেসের পরিস্থিতি অনেকটা ভালো।”

সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন,”বামেদের তো সর্বদাই দ্বিমত রয়েছে, তা সত্ত্বেও সমঝোতা করছি আমরা। সেখানেও সমস্যা তাদের।”

Advertisement

Related Articles

Back to top button