নিউজরাজ্য

৩৮ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের, তাহলে কি এবার বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

কারা এই মহার্ঘ ভাতা পেতে চলেছেন এই বিজ্ঞপ্তি মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে নবান্ন কর্তৃপক্ষ

Advertisement
Advertisement

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে অবশেষে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়ে দেওয়া হলো অবশেষে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মচারীদের একাংশ। তবে কারা এই মহার্ঘ ভাতা পাবেন সেই নিয়ে শুরু হয়েছিল বিভ্রান্তি। এবার সেই মর্মে একটি আলাদা বিবৃতি জারি করা হলো নবান্নের তরফ থেকে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, বিজ্ঞপ্তি থেকেই যাবতীয় বিভ্রান্তি দূর হয়ে যাবে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হার সংশোধন নিয়ে গত ১২ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে গত তিন অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা করেছিল অর্থ দপ্তর।

Advertisement

রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য সেই বিজ্ঞপ্তি মাধ্যমে রাজ্যের হয়ে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কোন লাভ হবে না এর ফলে। তাদের ভাগ্যে আপাতত তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা জুটছে, এবং সেটাকে বাড়ানোর বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করেনি নবান্ন।গত মাসেই সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল মোদি সরকার। এরপর পুজোর মধ্যেই অর্থ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, যার ফলে চলতি বছরের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮% করে মহার্ঘ ভাতা পেতে চলেছেন।

Advertisement
Advertisement

আপাতত ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। তিন মাসের মধ্যে তাদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে গত ২০ মে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা শেষ হবার সপ্তাহখানেক আগে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন জারি করেছিল রাজ্য সরকার যা ২২ সেপ্টেম্বর খারিজ হয়ে গিয়েছে। আপাতত কলকাতা হাইকোর্ট ২০ সেপ্টেম্বরের রায় বহাল রাখার ঘোষনাই করেছে।

Advertisement

Related Articles

Back to top button