নিউজরাজ্য

১৪ আগস্ট পর্যন্ত বাংলা থেকে বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, দেখুন বাতিল হওয়া ট্রেনের তালিকা

নাগপুর ডিভিশনে কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের অনেক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে

Advertisement
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

Advertisement
Advertisement

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। তবে আগামী কয়েকদিনে ২০ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। গত শুক্রবার দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, “দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশনে কাজ চলবে। সেই জন্য আজ ৫ আগস্ট থেকে আগামী ১৪ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করা হল।”

Advertisement

পশ্চিমবঙ্গ থেকে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

Advertisement
Advertisement
  1. ১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস (৮ অগস্ট থেকে আগামী ১৩ অগস্ট)
  2. ১২৮৩৩ আমদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  3. ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  4. ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  5. ১২১০১ লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (৬ অগস্ট, ৮ অগস্ট এবং ৯ অগস্ট)
  6. ১২১০২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (৮ অগস্ট, ১০ অগস্ট এবং ১১ অগস্ট)
  7. ১২৭৬৮ সাঁতরাগাছি-হজুর সাহেব নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেস (১০ অগস্ট)
  8. ১২৭৬৭ হজুর সাহেব নান্দেড়-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস (৮ অগস্ট)
  9. ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস (১১ অগস্ট)
  10. ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস (১৩ অগস্ট)
  11. ২২৯০৫ ওখা-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (৭ অগস্ট)
  12. ২২৯০৬ শালিমার-ওখা সুপারফাস্ট এক্সপ্রেস (৯ অগস্ট)
  13. ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস (১০ অগস্ট এবং ১১ অগস্ট)
  14. ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস (১২ অগস্ট এবং ১৩ অগস্ট)
  15. ১২৮১০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মেল (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  16. ১২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া মেল (ভায়া নাগপুর) (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  17. ১৮০৩০ শালিমার-মুম্বই লোকমান‍্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  18. ১৮০২৯ মুম্বই লোকমান‍্য তিলক টার্মিনাস-শালিমার এক্সপ্রেস (৮ অগস্ট থেকে ১৩ অগস্ট)
  19. ১৮১০৯ টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস (৬ অগস্ট থেকে ১২ অগস্ট)
  20. ১৮১১০ ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস (৭ অগস্ট থেকে ১৪ অগস্ট)
Advertisement

Related Articles

Back to top button