আন্তর্জাতিকদেশনিউজ
ভারতের সাথে বানিজ্যিক লেনদেন বন্ধ করায় পাকিস্তানে কেমন কাটবে ঈদ, কি বলছে আমজনতা?
Advertisement
কেন্দ্র সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিয়েছে কাশ্মীরকে। আর সেই নিয়েই ক্ষুব্ধ পাকিস্তান। সেই কারণে ভারতের সঙ্গে বানিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে পাকিস্তান। আগামী সপ্তাহে ঈদ – আল – আধার। অপরদিকে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ফলে ঈদের মুখে পাকিস্তানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। পাক সরকারের ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে নিজেদের রোজগার সামলাতে হিমসিম খাচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষজন। পাশাপাশি ৫ সেপ্টেম্বর পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখার কোথাও জানিয়ে দিয়েছেন ইমরান খান। সমঝোতা ও থর এক্সপ্রেস পরিষেবাও বাতিল করা হয়েছে।