নিউজদেশ

Ticket Booking: এবার তুড়িতে হবে টিকিট কনফার্ম, যাত্রীদের সমস্যা দূর করতে ধামাকা অ্যাপ আনল Jio

Advertisement
Advertisement

কোথাও ট্রেন সফরের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি নিয়ে মাথায় চিন্তা আসে সেটা হল টিকিট (Train Ticket Booking)। বিশেষ করে দূরপাল্লার ট্রেন সফরের ক্ষেত্রে সকলেই চেষ্টা করেন টিকিট কনফার্ম করতে যাতে সিট নিয়ে দুশ্চিন্তা না করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিকিট কনফার্ম হয় না। এবার এই সমস্যা এক তুড়িতে দূর করতে আসরে নামলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। টেলিকম সংস্থার পাশাপাশি এবার ট্রেনের টিকিট বুকিংয়ের জন্যও অ্যাপ আনল রিলায়েন্স গ্রুপ (Reliance Jio)।

Advertisement
Advertisement

রিলায়েন্স জিওর তরফে বাজারে লঞ্চ হয়েছে জিও রেল অ্যাপ। ২০১৯ সালে এই অ্যাপ লঞ্চ করা হয়েছিল। আইআরসিটিসির সঙ্গে হাত মিলিয়ে টিকিট কাটা নিয়ে সমস্যা দূর করেছে জিও রেল অ্যাপ। তবে এই অ্যাপটির একটি বাধ্যবাধকতা রয়েছে। শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই এই অ্যাপের সুবিধা পাবেন।

Advertisement

ট্রেনের কনফার্ম টিকিট কাটার পাশাপাশি থাকছে আরও একগুচ্ছ সুবিধা। টিকিট বুকিং এর পর পিএনআর নম্বর দিলে ট্রেনের সময়, তারিখ, স্টেশনের মতো তথ্যও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেই টিকিট কাটার সঙ্গে সঙ্গে প্রয়োজনে ক্যানসেলও করা যাবে। সঙ্গে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার অপশনও থাকছে এতে।

Advertisement
Advertisement

জিও রেল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে প্রথমে ফোনে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে তারিখ। এরপর ট্রেন আর সিট বেছে নিয়ে বাকি তথ্য দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। জিও ফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে অন্যান্য ফোনের ক্ষেত্রে এই অ্যাপ কাজ করবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Advertisement

Related Articles

Back to top button