বিনোদনবলিউড

Web Series: লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছে এই ৫ ওয়েব সিরিজ, পরিবারের সামনে দেখবেন না

যুব প্রজন্ম এর পাশাপাশি বয়স্কদের মধ্যেও এই ধরনের অ্যাডাল্ট ওয়েব সিরিজের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে

Advertisement
Advertisement

বর্তমান সময়ে একাধিক ডিজিটাল প্লাটফর্ম তাদের আশ্চর্যজনক কনটেন্ট এর জন্য সবার মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শুধুমাত্র যুব প্রজন্ম বললে ভুল হবে, বয়স্কদের মধ্যেও এই ধরনের অ্যাডাল্ট ওয়েব সিরিজের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেন্সরশিপ এর কারণে অনেক সময় এই সমস্ত ওয়েব সিরিজ সমস্ত প্লাটফর্মে অ্যাভেলেবেল থাকে না। তবে কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে আপনি এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পারেন যা দেখলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। আজকের এই প্রতিবেদনে এমনই ৫ টি ওয়েব সিরিজ সমন্ধে আপনাদের জানাবো।

Advertisement
Advertisement

১) গান্দি বাত:

Advertisement

ওলট বালাজির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ হল গন্দি বাত সিরিজটি। এর অনেকগুলি এপিসোড রয়েছে। তবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ একটি এপিসোড। আসলে সাহসিকতা এবং অন্তরঙ্গ দৃশ্য এই শব্দবন্ধ ব্যবহার করলেই যে দুই অভিনেত্রীর কথা প্রথমে মাথায় আসে তারা হলেন ফ্লোরা সাইনি এবং আনবেশি জৈন। ওলট বালাজির জনপ্রিয় ওয়েব সিরিজ গন্দি বাতে একাধিক খোলামেলা দৃশ্যে অভিনয় করে তুমুল চর্চার মুখে পড়েছিলেন ওই দুই সুন্দরী। ওয়েব সিরিজে একটি সিন দেখে তো চক্ষু চড়কগাছ হয়েছিল গোটা নেটজনতার। আপনি যদি এই ওয়েব সিরিজটি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই একান্তে মনোযোগ সহকারে ওয়েব সিরিজটি দেখে ফেলুন।

Advertisement
Advertisement

২) মাস্তরাম:

‘মাস্তরাম’ ওয়েব সিরিজটি বেশ কয়েক বছর আগে রিলিজ করলেও এর জনপ্রিয়তা কিছু কম নয়। গোটা ওয়েবসিরিজ জুড়ে লাস্যময়ী ভঙ্গিতে তারকাদের যৌন উপভোগ্য দৃশ্য ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ নেটিজেনের। গত ৬ ই ডিসেম্বর আতরঙ্গির ইউটিউব চ্যানেলে লঞ্চ হয়েছে ‘মস্তরাম’-এর অফিশিয়াল ট্রেলার। এখনও অবধি ট্রেলারের ভিউ অতিক্রম করেছে দুই হাজারের কিছু বেশি। তবে এই ওয়েব সিরিজটি প্রাপ্তবয়স্ক হলেও অন্য ওয়েব সিরিজগুলির মতো বি গ্রেড নয়। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন অংশুমান ঝা। তিনি একজন লেখক। পেটের তাগিদে তিনি মশলাদার কামুক গল্প লিখতে শুরু করেন। তবে নিজের পরিচয় অন্তরালে রাখেন তিনি। নিজের কল্পনায় আশপাশের মহিলাদের সাথে রগরগে যৌনতায় মেতে ওঠেন তিনি। এক একটি দৃশ্য দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি।

৩) চরমসুখঃ

চরমসুখ ওয়েব সিরিজটিও একটি সাহসী ওয়েব সিরিজ। চরমসুখ ওয়েব সিরিজের বেশ কয়েকটি সিজন মুক্তি পেয়েছে। তবে সবগুলোই অন্তরঙ্গ দৃশ্যে পূর্ণ। এই সিরিজটি আজকাল আলোচনায় রয়েছে, তবে পরিবার বা শিশুদের সামনে এটি ভুলেও দেখবেন না। এই ওয়েব সিরিজটি ১৮ বছরের বেশি বয়সীদের জন্য তৈরি করা হয়েছে।

৪) কবিতা ভাবী:

সবথেকে বেশি বোল্ড যে ওয়েব সিরিজটি Ullu প্লাটফর্মে উপলব্ধ সেটি হলো কবিতা ভাবি। এই ওয়েব সিরিজটি আজকালকার দিনে খুবই জনপ্রিয়তা পেয়েছে ভারতের যুব সমাজের মধ্যে। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম, যিনি ভারতের কিম কার্দাশিয়ান নামেও বেশ পরিচিত। তার এই বোল্ড লুক এই ওয়েব সিরিজে সকলের নজর কেড়েছে। শুধুমাত্র ওয়েব সিরিজ দুনিয়াতে নয়, সব জায়গাতেই কবিতার একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে এই ওয়েব সিরিজের দৌলতে।

৫) ভার্জিন ভাস্কর:

এই ওয়েব সিরিজটি নিয়ে কথা বলতে গেলে বলা যায় এর গল্প ৪ জন বন্ধু রয়েছে। কিছু একটা করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই গল্পটি আবর্তিত হয়েছে। যা এককথায় অনবদ্য এবং কৌতুকরসে পরিপূর্ণ। এটা দেখার পর নিজেই বুঝতে পারবেন যে এটি সাহসী দৃশ্যে ভরপুর। এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে আনন্দ ভি জোশি, ধীরেন্দ্র তিওয়ারি এবং রুতপান্না ঐশ্বরিয়াকে।

Related Articles

Back to top button