রাজীব ঘোষ : রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদ্ধতিতে দলকে চাঙ্গা করতে চাইছেন।ইতিমধ্যে দিদিকে বলো পোর্টালের মাধ্যমে রাজ্যের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরী করছেন।তাদের অভাব, অভিযোগ সম্বন্ধে জানতে চাইছেন।দলের বিধায়ক,নেতা কর্মীদের এই দিদিকে বলোর প্রচার করার জন্য সাংবাদিক বৈঠকের নির্দেশ দিয়েছেন।মানুষের সঙ্গে কথা বলতে গ্রামে গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা থেকে রাত্রিবাস করতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতোই তৃণমূল মানুষের ক্ষোভ কমাতে মাঠে নেমেছে।তৃণমূলের এই পদক্ষেপের পর বিজেপি নেতারা বলছেন, দিদিকে তো বলা হবে, কিন্তু দিদি শুনবে তো?এবার বিজেপি প্রভাবিত একদল সফটওয়্যার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চ্যালেঞ্জ করে একটি নতুন ওয়েবসাইট তৈরী করেছেন।সেই ওয়েবসাইটটি হলো www.didikejharo.com রাজ্যের মানুষ স্বত:স্ফুর্তভাবে ওই ওয়েবসাইটে মমতার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে জানিয়েছেন,যারা ওই ওয়েবসাইট তৈরী করেছেন তারা।
কয়েক দিন আগে ওই ওয়েবসাইট তৈরি হয়েছে।তার মধ্যে, ১০ লক্ষ মানুষ www.didikejharo.com ওয়েবসাইটটি দেখেছেন।এই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে।ওয়েবসাইট যারা তৈরী করেছেন, তাদের কথায়, মমতার আমলে পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছে।রাজ্যের মানুষের ক্ষোভ বাড়ছে।জনগণ এই ওয়েবসাইটে তাদের ক্ষোভ জানাতে পারবেন।তৃণমূল কংগ্রেসের সরকারকে পাল্টা রাজনৈতিক চাপে ফেলাই এর মূল উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ