গত সোমবার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে কেন্দ্র সরকার। জম্মু কাশ্মীরকে ভেঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। জম্মু কাশ্মীরের প্রায় ৮০% মানুষ কৃষিকাজে নির্ভরশীল। এই কৃষি নির্ভর মানুষগুলো যেন ঋণ না নিয়ে চাষবাস করতে পারে সেইজন্যে তাদের কাছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার অন্তর্গত টাকা পাঠাতে দ্রুততার সঙ্গে কাজ চলছে।
বারামুলা, কুপওয়াড়া, বড়গ্রাম, পুঞ্ছ ও পুলওয়ামায় এই প্রক্রিয়া ইতিমধ্যেই দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়েছে৷ কৃষি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৮ অগাস্টের মধ্যে কূপওয়াড়ায় ৭৭,০৩৮, বড়গাঁও ৬৩,৩৯২ এবং জম্মুতে ৫৭,০৯৫ মানুষের অ্যাকাউন্টে ৪ হাজার করে টাকা পাঠানো হয়েছে৷ এখন পর্যন্ত কিছু জায়গার মানুষ এই প্রকল্পের লাভ কমই পেয়েছেন৷ যেমন লাদাখে মাত্র ৪,৮৭৮ ও কারগিলে মাত্র ৭,৭৮২ মানুষের কাছে প্রকল্পের টাকা পৌঁছেছে ৷