গত কয়েকদিন আগেই কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। ফলে জম্মু ও কাশ্মীর রাজ্য তাদের বিশেষ মর্যাদা হারিয়েছে কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় ভারতের সিদ্ধান্তের, ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সাসপেন্ড করছে পাকিস্তান৷
রাষ্ট্রপুঞ্জেও কোণঠাসা পাকিস্তান। বেঞ্জিং গিয়ে কাশ্মীর বিষয়ে দরবার করেও অবশেষে কোনো লাভ হলো না পাকিস্তানের। সিমলা চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, ‘কাশ্মীর দ্বিপক্ষীয় বিষয় তাই কোনও ধরণের হস্তক্ষেপ করা যাবে না।’ এমন সময় চিনকেও পাশে পাইনি পাকিস্তান। এমনটা ঘটে যাওয়ার কোনো রকম আশঙ্কা করতে পারেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান।