আন্তর্জাতিকদেশনিউজ

আটারি-ওয়াঘা সীমান্তে দুই দেশের সেনারা মধ্যে যা হল, উত্তেজনা তুঙ্গে!

Advertisement

অরূপ মাহাত: প্রথা মেনে এবছরও আটারি ওয়াঘা সীমান্তে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। কিন্তু ভারতের পাঠানো মিষ্টি ফিরিয়ে দিল পাকিস্তান।

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরোধিতা করে এসেছে ইমরান খানের সরকার। আন্তর্জাতিক স্তরে ক্রমাগত কোনঠাসা পাক সরকার ভারতের বিরোধিতা করার সামান্যতম সুযোগও হাতছাড়া চায়নি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক রদ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক বন্ধ, সমঝোতা এক্সপ্রেস না পাঠানো, বাস যোগাযোগ বন্ধের পর এবার সামান্য সৌজন্যতাও ফিরিয়ে দিল পাকিস্তান। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠায় পাক সরকার। যার প্রত্যুত্তরে দিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনারকে দেশে ফিরিয়ে দেয় ভারত সরকার।

পবিত্র ঈদ উপলক্ষ্যে দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে সীমান্তে মিষ্টি বিনিময়ে অংশ নেয় দু দেশের সেনারা। প্রথা মেনে এ বছরও প্রস্তুত ছিল ভারতীয় সেনা। কিন্তু এই পবিত্র উৎসবেও বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান। আটারি-ওয়াঘা সীমান্তে নিযুক্ত এক সিনিয়র বিএসএফ অফিসার জানান, ‘সোমবার পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে আমাদের কোনও মিষ্টি দেওয়া নেওয়া হয়নি৷’ তিনি আরও বলেন, ‘রবিবারই আমার ঈদের মিষ্টি দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলাম৷ কিন্তু পাক রেঞ্জার্সের তা নিতে অস্বীকার করে৷’

সম্প্রীতির বার্তা দিতে প্রথা মেনে এবারও প্রস্তুত ছিল বিএসএফ। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সাড়া মেলেনি। এমনই জানালেন বিএসএফ-এর অমৃতসর সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জেএস ওবেরয়৷

Related Articles

Back to top button